Bengali News: ১১২ ডায়াল করলেই দোরগোড়ায় পুলিশ

Last Updated:

বারুইপুর পুলিশ জেলায় দিনে ও রাতে রাস্তায় টহল দেবে পুলিশের মোবাইল ভ্যান। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা

+
এই

এই ধরনের গাড়ি পৌঁছে যাবে 

দক্ষিণ ২৪ পরগনা: রাস্তাঘাটে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। কিন্তু সব জায়গার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে হাজির হতে পারে না। আর তাই এবার সুন্দরবনের চালু হল নতুন পরিষেবা। যেখানে পুলিশ গিয়ে পৌঁছতে পারবে না সেই সমস্ত এলাকায় ১১২ ডায়াল করলেই দ্রুত পুলিশের পেট্রোলিং টিম পৌঁছে যাবে।
এবার থেকে বারুইপুর পুলিশ জেলায় দিনে ও রাতে রাস্তায় টহল দেবে পুলিশের মোবাইল ভ্যান। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা। একদিকে যেমন সোনারপুর, নরেন্দ্রপুর ও বারুইপুর থানা রয়েছে, তেমনই রয়েছে ইএম বাইপাসের সংযুক্ত এলাকা। সেই সঙ্গে রয়েছে ক্যানিং ও বাসন্তীর মতোন দুর্গম এলাকাও। রাতবিরতে এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় ১১২ নম্বরের ডায়াল করলে দ্রুত পুলিশের এই বিশেষ গাড়ি পৌঁছে যাবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কোথাও দুর্ঘটনা ঘটলেও এই গাড়ি পাঠানো হবে। এই গাড়িগুলির সঙ্গে পুলিশ সুপারের দফতরে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ছবি পাঠানোর ব্যবস্থা থাকবে।এর জন্য তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারুইপুর জেলার সুপার পলাশচন্দ্র ঢালি। এসপি দফতরের সামনেই সবুজ পতাকা উড়িয়ে ওই তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক সূচনা হয়।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ১১২ ডায়াল করলেই দোরগোড়ায় পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement