Bengal Bjp: মাদক সহ গ্রেফতার বিজেপি 'নেতা', রাজনৈতিক তরজা তুঙ্গে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি।
#নকশালবাড়ি: এবার মাদক সহ গ্রেফতার হল নকশালবাড়ি মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সুমন বর্মন। গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ অভিযুক্ত যুব নেতাকে ২৫ বোতল কাফ সিরাপ সহ হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর এই যুব নেতা মাদক পাচারকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি। এদিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামবে পুলিশ।
advertisement
advertisement
এই ঘটনায় বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মণ জানান, ''ধৃত ব্যক্তি দলের কোনও পদে ছিল না। সাধারণ সমর্থক হতে পারে। দল এরকম কাউকে সমর্থন করে না। আইন আইনের মতো কাজ করবে।''
অপরদিকে, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, ''বিজেপি যে কোনও কারণে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে। কিন্তু তৃণমূলকে সামনে রেখে অন্যায় করছে। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির লড়াই করেছিলেন। বিজেপির কাজ তৃণমূলের দিকে আঙুল তোলা।''
advertisement
----বিশ্বজিৎ মিশ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 3:36 PM IST