Bengal Bjp: মাদক সহ গ্রেফতার বিজেপি 'নেতা', রাজনৈতিক তরজা তুঙ্গে

Last Updated:

Bengal Bjp: দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি।

#নকশালবাড়ি: এবার মাদক সহ গ্রেফতার হল নকশালবাড়ি মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সুমন বর্মন। গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ অভিযুক্ত যুব নেতাকে ২৫ বোতল কাফ সিরাপ সহ হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর এই যুব নেতা মাদক পাচারকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি। এদিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামবে পুলিশ।
advertisement
advertisement
এই ঘটনায় বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মণ জানান, ''ধৃত ব্যক্তি দলের কোনও পদে ছিল না। সাধারণ সমর্থক হতে পারে। দল এরকম কাউকে সমর্থন করে না। আইন আইনের মতো কাজ করবে।''
অপরদিকে, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, ''বিজেপি যে কোনও কারণে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে। কিন্তু তৃণমূলকে সামনে রেখে অন্যায় করছে। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির লড়াই করেছিলেন। বিজেপির কাজ তৃণমূলের দিকে আঙুল তোলা।''
advertisement
----বিশ্বজিৎ মিশ্র
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Bjp: মাদক সহ গ্রেফতার বিজেপি 'নেতা', রাজনৈতিক তরজা তুঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement