Bamboo Product: কাঁচা বাঁশের এই জিনিস তৈরি করে দু'হাত ভরে রোজগার করুন

Last Updated:

Bamboo Product: কোচবিহারে তুফানগঞ্জ এলাকার বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই ধারি তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। ব্যবসায়ী বিশ্বনাথ রায় জানান, এই ধারিগুলি তৈরি করতে খুব একটা বেশি খরচ হয় না

+
কাঁচা

কাঁচা বাঁশের তৈরি ধারি

কোচবিহার: সাধারণভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে বাঁশ। এই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য কিংবা নকশাও তৈরি করা যায়। ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে দরকারি উপকরণ তৈরি করা যায় বাঁশ দিয়ে। কাঁচা বাঁশ দিয়ে আরেক ধরনের জিনিস তৈরি করা যায়, যাকে গ্রাম বাংলায় ধারি বলে চেনে মানুষজন। এই ধারি তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা সম্ভব।
কোচবিহারে তুফানগঞ্জ এলাকার বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই ধারি তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। ব্যবসায়ী বিশ্বনাথ রায় জানান, এই ধারিগুলি তৈরি করতে খুব একটা বেশি খরচ হয় না। শুধুই কাঁচা বাঁশ কিনতে এবং শ্রমিকদের মজুরিতে যেটুকু খরচ হয়। তবে এই ধারি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। মধু এবং রেশম শিল্পে এই ধারির ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়। সরকারি কিংবা বেসরকারিভাবে বিভিন্ন সময়ে এই ধরির প্রচুর পরিমাণে অর্ডার আসে তাঁর কাছে।
advertisement
advertisement
এই ধারি তৈরির দুই শ্রমিক বাদল শেখ ও মহম্মদ নুর ইসলাম জানান, কাটা বাঁশ ফাটিয়ে তার ফালা বের করে নিতে হয়। এবার সেই ফালাগুলিকে হাতের মাধ্যমে বুনতে হয়। তাহলেই তৈরি হয়ে যায় এই বিশেষ ধারি। দিনে সাধারণত পাঁচ থেকে ছয়টি ধারির বেশি তৈরি করা যায় না। মূলত ধারির মাপের উপর নির্ভর করে তা তৈরি করতে কতক্ষণ সময় লাগবে। অনেকে মালদহ থেকে কোচবিহারে এসে এই ধারি তৈরির কাজ করেন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bamboo Product: কাঁচা বাঁশের এই জিনিস তৈরি করে দু'হাত ভরে রোজগার করুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement