রাতের অন্ধকারে বাংলাদেশ পালানোর চেষ্টা! কিশোরী ধরা পড়তেই সব ফাঁস...! সামনে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
কিশোরীর দাবি, তিনি ঢাকার বাসিন্দা। পরিবারের সঙ্গে ভারতে আসেন। দীর্ঘদিন ধরে তাঁরা আলিগড়ে ছিলেন। গতকাল রাতে পরিবারের সঙ্গে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন
জলপাইগুড়ি, শান্তনু করঃ রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা। হাতেনাতে ধরা পড়ে গেলেন কিশোরী। ইতিমধ্যেই তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন লালবাজার পাড়ার বাসিন্দারা। জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, কিশোরীর দাবি, তিনি ঢাকার বাসিন্দা। পরিবারের সঙ্গে ভারতে আসেন। দীর্ঘদিন ধরে তাঁরা আলিগড়ে ছিলেন। গতকাল রাতে পরিবারের সঙ্গে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। দালালের মাধ্যমে ওপার বাংলায় যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ভেস্তে যায়।
আরও পড়ুনঃ কখনও হেঁটে, কখনও ট্রেনে-গাড়িতে! নেপাল থেকে বাড়ি ফিরলেন ৯ বাঙালি পরিযায়ী শ্রমিক, জানালেন অভিজ্ঞতা
জানা যাচ্ছে, অন্ধকারে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওই কিশোরী। এরপর তিনি গ্রামবাসীদের নজরে পড়ে যান। খবর পেয়ে জলপাইগুড়ির কোতয়ালী থানার মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই কিশোরীকে আটক করে।
advertisement
advertisement
কিশোরীর সঙ্গে কথা বলে পরিবারের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিশোরীকে আদালতে হাজির করে পুলিশ।
প্রসঙ্গত, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা এই প্রথম নয়। এর আগেও অনেকে এই কাজ করতে গিয়ে ধরা পড়েছেন। এবার যেমন গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেলেন এক কিশোরী। তাঁর সঙ্গে কথা বলার পর পরিবারের বাকি সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 3:10 PM IST