Bangla Video: জেলা পরিষদের বাজার এখন সমাজ বিরোধীদের আখড়া, আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

Bangla Video: কালিয়াগঞ্জের বস্তাপট্টিতে অবস্থিত জেলা পরিষদের এই অর্ধ নির্মিত বাজারটি। এলাকার মানুষের সুবিধার্থে এই বাজারটি নির্মিত করা হয়েছিল বহু বছর আগে

+
জেলা

জেলা পরিষদের নির্মিত বাজার

উত্তর দিনাজপুর: জেলা পরিষদের অর্ধ নির্মিত বাজার এখন সমাজ বিরোধীদের আখড়া। চারিদিকে আগাছা ও জঙ্গলে ভর্তি। আচমকা দেখলে কোন‌ও পরিত্যক্ত বাড়ি বলে মনে হবে। যদিও এটা বাড়ি নয়। গত প্রায় ১৩-১৪ বছর ধরে অর্ধ নির্মিত অবস্থায় পড়ে থাকা জেলা পরিষদের নির্মিত বাজার।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বস্তাপট্টিতে অবস্থিত জেলা পরিষদের এই অর্ধ নির্মিত বাজারটি। এলাকার মানুষের সুবিধার্থে এই বাজারটি নির্মিত করা হয়েছিল বহু বছর আগে। কারণ সেই এলাকায় কোন‌ও বাজার ছিল না।
advertisement
দূর দূরান্তে গিয়ে বাজার করতে হিমশিম খেতে হত এলাকার বাসিন্দাদের। অবশেষে ২০১১ সালে সেই বাজারটি নির্মাণ করা শুরু হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাজারটি গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু কোন‌ও এক অজ্ঞাত কারণে অর্ধ নির্মিত অবস্থায় বাজারটি ফেলে রাখা হয়। পরিত্যাক্ত অবস্থায় বহু বছর ধরে পড়ে থাকায় বর্তমানে সেটি সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে। ঝোপ জঙ্গলের আড়ালে অর্ধ নির্মিত সেই বাজারে চলছে মদ গাঁজা ও জুয়ার ঠেক। এলাকার মানুষ বহুবার অভিযোগ জানিয়েছে পার্শ্ববর্তী বিডিও অফিস ও পঞ্চায়েত অফিসে। কিন্তু লাভের লাভ খুব কিছু হয়নি।
advertisement
তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাজারটিকে সংস্কার করার কাজ শুরু হবে। সংস্কার শেষে এই বাজারটি অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: জেলা পরিষদের বাজার এখন সমাজ বিরোধীদের আখড়া, আতঙ্কে স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement