Bangla News: অবশেষে সাজা সেই প্রতিবেশী দাদুর, পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ির আদালত
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ। প্রতিবেশী দাদুকে কুড়ি বছরের সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত।
জলপাইগুড়ি: চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! শারীরিক নির্যাতনের অভিযোগ। প্রতিবেশী দাদুকে কুড়ি বছরের সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। ছোট্ট মেয়েটিকে দূর সম্পর্কের দাদু চকোলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় নিয়ে গিয়ে কুকীর্তি করে বলে অভিযোগ।
যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না শুরু করে সেই বাচ্চা মেয়েটি। সেই কান্নার আওয়াজ দূর থেকে শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে আসে দাদু পালিয়ে যায়। বাড়িতে গিয়ে ছোট্ট মেয়েটি পুরো ঘটনা তাঁর মাকে খুলে বলে। ১৯ অক্টোবর ২০২০ সালে এই ঘটনায় অভিযোগ দায়ের হয় এনজিপি থানায়।
আরও পড়ুন: ট্রেনের চাকায় লেগে মহিলার দেহাংশ, লেগে এক টুকরো ওড়নাও! নদিয়ার স্টেশনে কী মারাত্মক দৃশ্য
তারপর গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে। এত বছর পর শুক্রবার ২১ মার্চ ২০২৫-এ জলপাইগুড়ি জেলা আদালতে সাজা ঘোষণা হয় সেই অভিযুক্তের। অভিযুক্ত দাদুকে ২০ বছরের সাজা ঘোষণা করল বিশেষ পক্সো আদালতের বিচারক।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, চলবে টানা ৩ দিন! কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর
এই বিষয় নিয়ে সরকারি আইনজীবী তিনি জানান, ‘২০ বছরের সাজা ঘোষণা বিশেষ পক্সো আদালতের। ২০২০ সালের এনজেপি থানার একটি মামলায় জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতে এই সাজা ঘোষণা। নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় এই রায়দান। সম্পর্কে দাদু নাতনি বলে জানা যায়।’
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2025 5:46 PM IST








