Malda News: শীতেও ফলছে গাছ ভরে আম! আর অপেক্ষা করতে হবে না এক বছর! জেনে নিন উপায়

Last Updated:

Malda News: অবাক কান্ড! গাছে থোকায় থোকায় ঝুলে রয়েছে আম। আবার ওই গাছেই কিছু কিছু শাখায় মুকুল ফুটছে। একটি গাছেই কিছু অংশে বড় ছোট আকারের আম ঝুলছে। আবার একদিকে মুকুল। এদিকে এখনও আমের মরশুম শুরু হয়নি।

+
গাছে

গাছে আমের থোকা

মালদহ: অবাক কান্ড! গাছে থোকায় থোকায় ঝুলে রয়েছে আম। আবার ওই গাছেই কিছু কিছু শাখায় মুকুল ফুটছে। একটি গাছেই কিছু অংশে বড় ছোট আকারের আম ঝুলছে। আবার একদিকে মুকুল। এদিকে এখনও আমের মরশুম শুরু হয়নি। সাধারণ ফেব্রুয়ারি মাস থেকে আমের মরশুম শুরু হয়। সেই সময় গাছে মুকুল আসে। কিন্তু এতো একেবারেই ব্যতিক্রম বিষয়। মরশুমের আগেই গাছে আমের থোকা সঙ্গে মুকুল।মালদহ শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা অতুনু কুমার ঝাঁ। তাঁর ছাদে বাগান রয়েছে। সেখানেই তিনি এই আমের গাছ লাগিয়েছেন।
আরও পড়ুনঃ চিনির বদলে, দুধে নুন দিচ্ছেন? দুধ আর লবণ যোগে যা ঘটে…! জেনে-বুঝে খাচ্ছেন তো? নাহলেই…
বর্তমানে উদ্যান পালন দফতরের পক্ষ থেকে বারোমাসি আমের গাছ তৈরি করা হয়েছে। উন্নত বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক প্রজাতির আমগাছ তৈরি করা হয়েছে যেগুলিতে সারা বছর আমের ফলন সম্ভব। এমন একটি প্রজাতি কাটিমন। এই কাটিমন প্রজাতির গাছে বছরে তিনবার আমের ফলন হচ্ছে। পরীক্ষামূলকভাবে এই প্রজাতির গাছ অতনু বাবু তাঁর ছাদ বাগানে লাগিয়েছেন। সেই গাছে এখন ভাল ফলন হচ্ছে। বছরে তিনবার আমের ফলন হচ্ছে। এমনকী এই আম সুস্বাদু মিষ্টি। প্রাক্তন শিক্ষক অতনু কুমার ঝাঁ বলেন, ছাদ বাগানে শখে এই গাছ লাগিয়েছি। তবে বাণিজ্যিকভাবে চাষ সম্ভব। বছরে তিনবার ফলন দিচ্ছে এই প্রজাতি আম। আমের স্বাদ ভাল,মিষ্টি সুস্বাদু।
advertisement
আরও পড়ুনঃ সুগার-কোলেস্টেরলের পালাবে বাপ বাপ বলে! এই খাদ‍্য ম‍্যাজিকের মতো চাঙ্গা করবে শরীর! শুধু খেতে হবে এই নিয়ম মেনেই, যা বললেন বিশেষজ্ঞ
বাণিজ্যিক ভাবে এই আম চাষ সম্ভব বলে জানান তিনি। এই প্রজাতির আমের বাগান করলে সারা বছর বাজারে মিলবে আম। ফলে আমের জন্য আর এক বছর অপেক্ষায় থাকতে হবে না আম প্রেমীদের। সারা বছর আম ফলন হলে অনেকটা চাহিদাও পূরণ সম্ভব হবে এই প্রজাতির আমগাছ খুব ছোট থেকেই ফলন দেওয়া শুরু করছে। তাই যে কেউ ছাদ বাগানো এই গাছ লাগাতে পারে।আগামীতে এই সমস্ত বারোমাসি প্রজাতির আম গাছের চাহিদা বাড়বে বলে মনে করছেন তিনি। সঙ্গে সারা বছর সাধারণ মানুষের আমের চাহিদা পূরণ করবে।
advertisement
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: শীতেও ফলছে গাছ ভরে আম! আর অপেক্ষা করতে হবে না এক বছর! জেনে নিন উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement