Bangla News: মুদির দোকানের আড়ালে এ কী চলছে! হাত বাড়িয়েই হাসি মুখে বেরচ্ছেন অনেকে! পুলিশ হানা দিতেই বেরিয়ে এল আসল রহস্য

Last Updated:

Bangla News: চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বোল্লা এলাকায়।

মুদির দোকানের আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ 
মুদির দোকানের আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ 
বালুরঘাট: বাইরে থেকে দেখলে মনে হবে মুদির দোকান। কিন্তু, ভিতরে গেলে যে ব্র্যান্ডের মদই চাইবেন, তাই পেয়ে যাবেন। গোপন সূত্রে খবর পেয়ে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মদ উদ্ধার করল পতিরাম থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বোল্লা এলাকায়।
মুদির দোকানের আড়ালেই অবৈধ ভাবে মদ বিক্রি করার অভিযোগ ওঠে গৌরব অধিকারী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গোপন সূত্রে সেই খবর এসে পৌঁছয় পুলিশের কাছে। এরপরেই পতিরাম থানার ওসি শঙ্কর সাংবোর নেতৃত্বে অভিযান চালানো হয় বোল্লার ফকিরপাড়া এলাকায়। পুলিশি অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ। যদিও অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরতে পারা যায়নি। পুলিশ আসার খবর পেয়ে ততক্ষণে বাড়ি ছেড়ে চম্পট দিয়েছেন ওই ব্যক্তি।
advertisement
advertisement
তবে মদ বিক্রির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ। অভিযানে সব মিলিয়ে প্রায় ৫০০ বোতল মদ উদ্ধার হয়েছে। শুক্র দুপুরে এনিয়ে পতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
—- সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মুদির দোকানের আড়ালে এ কী চলছে! হাত বাড়িয়েই হাসি মুখে বেরচ্ছেন অনেকে! পুলিশ হানা দিতেই বেরিয়ে এল আসল রহস্য
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement