Bangla News: টাকার অভাবে আটকে গেল বিয়ে, দেবদূত হয়ে এগিয়ে এলেন যাঁরা, কুর্নিশ আমজনতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কীভাবে হবে বিয়ের আয়োজন? (Bangla News)
#জলপাইগুড়ি: আর্থিক অনটনের কারণে বিয়ের আয়োজনে অসুবিধা, এগিয়ে এলেন বানারহাট থানার পুলিশ এবং আই সি করলেন কন্যা সম্প্রদান। অর্থনৈতিক স্বচ্ছলতার অভাবের কারণে মেয়ের বিয়ে ঠিক হলেও বিয়ের আয়োজন করতে পারছিলেন না মেয়ের বাবা দিলীপ ভাওয়াল। একশো দিনের কাজ করে কোনও রকমে ৫ জনের সংসার চালান তিনি। কীভাবে হবে বিয়ের আয়োজন? (Bangla News)
এই কথা ভেবে যখন যখন কিনারা খুঁজে পাচ্ছিলেন না তিনি, ঠিক তখনই তাঁর পরিত্রাতা হয়ে পাশে দাঁড়াল বানারহাট পুলিশ। আর্থিক ভাবে সাহায্য করার পাশাপাশি কন্যা সম্প্রদানের গুরুদায়িত্ব ও নিজের কাঁধে তুলে নিলেন বানারহাট থানার আই সি। পুলিশের এই মানবিক কাজ নজর কেড়েছে গয়েরকাটাবাসীর। বানারহাট থানার অন্তর্গত পূর্ব গয়েরকাটায় ৫ জনের সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হলেন দিলীপ বাবু। বয়সের কারণে তিনিও নানা ধরনের রোগে ভুগছেন। মাঝে মধ্যে গ্রাম পঞ্চায়েতের তরফে পাওয়া ১০০ দিনের কাজ করে গুজরান করেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: এই প্রথম প্রকাশ্যে হাতে-হাত, চোখে-চোখ! 'যুগল' হয়ে সামনে এলেন হৃত্বিক-সাবা
বড় মেয়ের বিয়েও দিয়েছেন গ্রামবাসীর সাহায্য নিয়ে। মেজো মেয়ে স্মিতা-সহ তাঁর আরও একটি ছেলের পড়াশোনার খরচও টানতে হয় তাঁকে। দিলীপ বাবুর মেজো মেয়ে স্মিতা বর্তমানে ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। দিলীপ বাবু, মাস তিনেক আগে জলপাইগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা বেকারি ব্যবসায়ী কৃষ্ণ দাসের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি কোনওভাবেই তাঁর মেয়ের বিয়ে দিতে পারছিলেন না।
advertisement
advertisement
আরও পড়ুন: বিছানায় যৌন তৃপ্তির চূড়ায় পৌঁছতে চান? শুধু রান্নাঘরে উঁকি দিলেই হবে!
কোনওভাবে সেই কথা গিয়ে পৌঁছয় বানারহাট ট্রাফিক গার্ডের পুলিশের কাছে। এর পর বানারহাট ট্রাফিক গার্ডের আধিকারিকরা উদ্যোগ নিয়ে দিলীপ বাবুকে মেয়ের বিয়েতে সাহায্য করতে এগিয়ে আসেন। মেয়ের বিয়েতে আর্থিক ভাবে সাহায্য করার পাশাপাশি ছাদনাতলায় বসে স্মিতার সম্প্রদান করেন বানারহাট থানার আই সি শান্তনু সরকার। পুলিশের পাশাপাশি এলাকাবাসীও স্মিতার বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
advertisement
রকি চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 11:29 AM IST