Home /News /north-bengal /
Bangla News: ডোবার মধ্যে গুটিসুটি মেরে যেন এক দানব! উঠল যখন, ভয়ে সিঁটিয়ে গেল ধূপগুড়ি

Bangla News: ডোবার মধ্যে গুটিসুটি মেরে যেন এক দানব! উঠল যখন, ভয়ে সিঁটিয়ে গেল ধূপগুড়ি

Bangla News

Bangla News

ঘুম থেকে উঠে গ্রামের মধ্য অজগর সাপ দেখতে পাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। (Bangla News)

 • Share this:

  #ধূপগুড়ি: জালে আটকে পড়া ১৩ ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির সাপকে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা। বিরল ও বিশাল এই সাপটিকে তুলে দেওয়া হল পরিবেশপ্রেমীদের হাতে। শুক্রবার সকালে ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের অন্তর্গত তেঁতুলতলা এলাকায় গ্রামের মধ্যে একটি ডোবার পাশে জালের মধ্যে আটকে থাকা অবস্থায় অজগরটিকে দেখতে পান গ্রামবাসীরা। (Bangla News)

  আরও পড়ুন: খাটে মেয়ে আর মেঝেতে মায়ের দেহ, সল্টলেকে বীভৎস ঘটনা! পাশে পড়ে ২০ হাজার, কেন?

  ঘুম থেকে উঠে গ্রামের মধ্য অজগর সাপ দেখতে পাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বনদফতরকে। কিন্তু তাদের সাপ ধরার প্রশিক্ষিত লোক না থাকায়, খবর যায় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের কাছে। ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। এদিকে তাঁরা পৌঁছনোর আগেই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই সাহস করে সেই জাল কেটে অজগর সাপটিকে বের করেন এবং বস্তাবন্দি করা হয়।

  মিন্টু চৌধুরীর হাতে ইন্ডিয়ান রক পাইথন মিন্টু চৌধুরীর হাতে ইন্ডিয়ান রক পাইথন

  আরও পড়ুন: করণ জোহরের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোর 'রক্তাক্ত' করলেন শাহরুখ খান! দেখুন

  দীর্ঘক্ষণ জালের মধ্যে সাপটি আটকে ছটফট করায়, বেশ কয়েক জায়গায় আহত হয়। সাপটিকে পরিবেশ প্রেমীরা উদ্ধার করে নিয়ে যান সর্প বিশারদ মিন্টু চৌধুরীর কাছে। এরপর মিন্টু বাবু সাপটিকে শুশ্রূষা করে তুলে দেন বন কর্মীদের হাতে এবং পরে পুনরায় জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা। গত একমাসে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে প্রায় এই নিয়ে ১২ টি ইন্ডিয়ান রফসান উদ্ধার করা হয়েছে।

  রকি চৌধুরী

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Bangla News, Indian Rock Python

  পরবর্তী খবর