হীরক জয়ন্তী বর্ষে ব্যতিক্রমী থিম উত্তরবঙ্গের ত্রিধারার! পরিবেশবান্ধব উপকরণেই মণ্ডপসজ্জা

Last Updated:

একসময় গ্রামীণ জীবনে নারকেলের দড়ির ব্যবহার ছিল অনেক। সেই দড়ি দিয়েই এবছর ত্রিধারা তৈরি করছে অভিনব মন্ডপ। বাঁশ, কাঠ ও কাপড়ের সঙ্গে মূল উপাদান হিসেবে থাকছে এই নারকেলের দড়ি।

+
নারকেলের

নারকেলের দড়ির মণ্ডপসজ্জা 

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : হাতে মাত্র আর ১৫ দিন৷ উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো দক্ষিণ দিনাজপুর জেলার পাল পাড়ার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতন বেড়েছে। আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে বালুরঘাট শহরের ত্রিধারা ক্লাবের প্রতিমা তৈরির পাশাপাশি, মণ্ডপ সজ্জার শিল্পী সকলেই খুব ব্যস্ত। এবার তাদের হীরক জয়ন্তী। ৬০তম বর্ষে তাদের সবথেকে বড় চমক থিম। ক্লাবের কর্ম কর্তারা দর্শকদের নিয়ে যাচ্ছেন এক সম্পূর্ণ কাল্পনিক জগতে। যার কেন্দ্রে রয়েছে পরিবেশবান্ধব ও প্রায় হারিয়ে যাওয়া উপকরণ নারকেলের দড়ি।
আরও পড়ুন: ১২০ টি নারকেল নাড়ু দিয়ে ভোগ,পাঁতিহাল রায় বাড়ির ৫০০ বছর প্রাচীন দুর্গাপুজো
একসময় গ্রামীণ জীবনে নারকেলের দড়ির ব্যবহার ছিল অনেক। সেই দড়ি দিয়েই এবছর ত্রিধারা তৈরি করছে অভিনব মন্ডপ। বাঁশ, কাঠ ও কাপড়ের সঙ্গে মূল উপাদান হিসেবে থাকছে এই নারকেলের দড়ি। যার মাধ্যমে স্থানীয় শিল্পীরা ফুটিয়ে তুলছেন অপরূপ নকশা শিল্পকলা ও বিশাল ঝাড়। যা অন্য মাত্রা দেবে। যা থেকে চোখ ফেরানো দুষ্কর হয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা।
advertisement
এ বিষয়ে ক্লাব সম্পাদক সন্দীপ সরকার জানান, “এবছর দুর্গাপুজোয় মূল লক্ষ্য গ্রামীণ কারুশিল্প ও পরিবেশ বান্ধব উপাদানের সম্মিলিত এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা। তবে শুধু থিম প্রদর্শনই নয়, এসব শিল্পকলাকে জেলাবাসীর সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য।”
advertisement
জানা গেছে শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও থাকছে ব্যতিক্রমী ছোঁয়া। ২৬ ফুট চওড়া ও ১৮ ফুট উঁচু চালির প্রতিমা গড়ছেন শিল্পী পাপাই পাল। প্রতিমার অঙ্গসজ্জা, শাড়ি, গয়না ও চালি তৈরি হচ্ছে হোগলা পাতা, তাল পাতা, নারকেল পাতা ও সুপারি পাতা দিয়ে। এই অভিনব উদ্যোগের দায়িত্বে রয়েছেন বালুরঘাটের সাজশিল্পী দেবজ্যোতি মোহরা। আলোকসজ্জার দায়িত্বে থাকা কৃষ্ণ দাস বিশাল আলোকতোরণ, কলকা, অভিনব আলোয় পুরো আয়োজনকে জীবন্ত করে তুলবেন। মণ্ডপ ও প্রতিমার সঙ্গে দর্শককে মাতাবে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ডোগর বাজনার সুর। পরিশেষে বলা যেতেই পারে বালুরঘাট ত্রিধারা এবারের থিম হারিয়ে যাওয়া উপাদানকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার এক ব্যতিক্রমী উদ্যোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হীরক জয়ন্তী বর্ষে ব্যতিক্রমী থিম উত্তরবঙ্গের ত্রিধারার! পরিবেশবান্ধব উপকরণেই মণ্ডপসজ্জা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement