ডাক্তার-সিস্টারের দেখা নেই! হাসপাতালের ওয়ার্ড সামলাচ্ছেন আয়া মাসি! চিকিৎসা করাতে এসে বিপাকে রোগীরা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
সকালে রোগীকে দেখে যাওয়ার পর গভীর রাত হয়ে গেলেও ডাক্তার রোগীদের দেখতে আসেননি বলে অভিযোগ
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ বালুরঘাট জেলা হাসপাতালে এলে চিকিৎসার আগে জুটছে হয়রানি! হাসপাতালে চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষণ চিকিৎসক বা সিস্টারদের দেখা না মেলায় এবার ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিজনরা। তাঁদের অভিযোগ, সকালে রোগীকে দেখে যাওয়ার পর গভীর রাত হয়ে গেলেও ডাক্তার রোগীদের দেখতে আসেননি। ওয়ার্ডে নার্সিং স্টাফেরও দেখা পাওয়া যায়নি। ওই মহিলা ওয়ার্ডের সমস্ত কিছু সামলাচ্ছেন আয়া মাসি!
এই অবস্থায় রাত ১১টার পর সিস্টার এসে ওষুধ, ইঞ্জেকশন দেওয়া শুরু করলে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা। কার্যত ১০-১২ ঘণ্টা ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে কোনও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। সেই কারণে রোগীর আত্মীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
আরও পড়ুনঃ দাম মাত্র ৪০ থেকে শুরু, বাংলার ‘এই’ গ্রামে তৈরি শাঁখার দেশজুড়ে কদর! কিনতে যাবেন নাকি?
রাতে যখন সিস্টাররা ওষুধ, ইঞ্জেকশন দিতে যান তখন সেই ছবি তুলতে গেলে পরিজনদের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। রোগীর পরিজনদের আরও অভিযোগ, এভাবে প্রায় একটানা ১০-১২ ঘণ্টা চিকিৎসক না এলে অনেক রোগীকেই সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তখন দায় নেবে কে?
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কিছুদিন আগেই প্রসূতির চিকিৎসা বিভ্রাটের ফলে বিতর্কে জড়িয়েছিল বালুরঘাট হাসপাতাল। এরপর চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করে খোদ স্বাস্থ্য ভবন। তারপরেও কেন সঠিক সময়ে চিকিৎসক ও নার্সদের দেখা পাওয়া যাচ্ছে না, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 2:54 PM IST