Baby Elephant: চা বাগানে দু'টি হাতির লড়াই, সংঘর্ষের মাঝে পড়ে ছোট্ট শাবকের মৃত্যু! দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Baby Elephant: এদিন সকালে বাগানের ম্যানেজারের নজরে আসে শাবকের মৃতদেহ। এরপর বাগডোগরা রেঞ্জের বন দফতরকে খবর দেওয়া হয়। বন দফতর সূত্রে প্রাথমিক অনুমান, দু'টি পূর্ণবয়স্ক হাতির মধ্যে সংঘর্ষের মাঝে পড়েই ওই শাবকটি প্রাণ হারিয়েছে।

+
হস্তি

হস্তি শাবকের মৃত্যু

নকশালবাড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ চা বাগানে দু’টি হাতির সংঘর্ষের মাঝে পড়ে এক হস্তিশাবকের মৃত্যু। শনিবার সকালে নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে ঘটনাটি ঘটেছে। সকালে বাগানের ম্যানেজারের নজরে আসে শাবকের মৃতদেহ। এরপর বাগডোগরা রেঞ্জের বন দফতরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের টিম। সঙ্গে স্থানীয় চা শ্রমিকরাও ছিলেন। বনকর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠায়। বন দফতর সূত্রে প্রাথমিক অনুমান, দু’টি পূর্ণবয়স্ক হাতির সংঘর্ষের মাঝে পড়েই ওই শাবকটি প্রাণ হারিয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টির পর স্বস্তি দুধিয়ায়, ফের খুলল হিউম পাইপ সেতু, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে যান চলাচল
বাগডোগরা রেঞ্জার সম্ব্রত সাধু জানান, “মৃত হাতি শাবকটির বয়স আনুমানিক দুই থেকে তিন মাস। ঘটনাস্থলে বড় হাতির একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে শাবকটি সম্ভবত মায়ের সঙ্গে ছিল।” তিনি আরও জানান, এলাকায় হাতির পালের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে।
advertisement
advertisement
চা শ্রমিকদের দাবি, গত কয়েকদিন ধরেই মেরিভিউ চা বাগান সংলগ্ন জঙ্গলে হাতির আনাগোনা ছিল। রাতের অন্ধকারে হাতিরা প্রায়ই চা গাছের ফাঁকে খাবারের খোঁজে চলে আসে। শুক্রবার রাতেও একাধিক হাতি দেখা গিয়েছিল বলে জানান শ্রমিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে। আপাতত বনকর্মীরা এলাকায় নজরদারি বাড়িয়েছেন যাতে হাতির পাল পুনরায় বাগানের দিকে না আসে। এই ঘটনায় চা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বন দফতর আশ্বস্ত করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Baby Elephant: চা বাগানে দু'টি হাতির লড়াই, সংঘর্ষের মাঝে পড়ে ছোট্ট শাবকের মৃত্যু! দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Manoj Tigga Threatens BDO: 'তৃণমূলটাই করুন', ত্রাণ সামগ্রী নিয়ে বিডিও-কে শাসানি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার!পাশে দাঁড়ালেন শমীক, দেখুন ভিডিও
'তৃণমূলটাই করুন', ত্রাণ নিয়ে বিডিও-কে শাসানি বিজেপি সাংসদের!পাশে দাঁড়াল দল, দেখুন ভিডিও
  • বিডিও-কে শাসানি বিজেপি সাংসদের৷

  • বিতর্কে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা৷

  • ভাইরাল হল ভিডিও, যদিও সাংসদের পাশেই তাঁর দল বিজেপি৷

VIEW MORE
advertisement
advertisement