মেশিনে আটকে এটিএমে কার্ড! তারপরেই গায়েব টাকা! জলপাইগুড়ির কলেজ পাড়ায় চাঞ্চল্য

Last Updated:

টাকা তোলার পর মেশিনেই আটকে রইল কার্ড, গায়েব হল টাকা! কলেজ পাড়ার এটিএম নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের কলেজ পাড়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার পর কার্ড মেশিনে আটকে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। 

এটিএমে কার্ড আটকে বিপদ
এটিএমে কার্ড আটকে বিপদ
জলপাইগুড়ি, সুরজিৎ দে: টাকা তোলার পর মেশিনেই আটকে রইল কার্ড, গায়েব হল  টাকা! কলেজ পাড়ার এটিএম নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের কলেজ পাড়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার পর কার্ড মেশিনে আটকে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, কার্ড আটকে থাকার সুযোগ নিয়ে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে আড়াই হাজার টাকা।ভুক্তভোগী ব্যক্তির দাবি, সম্প্রতি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি সংশ্লিষ্ট এটিএম বুথ থেকে ৯,০০০ টাকা তোলেন। লেনদেন সম্পন্ন হলেও মেশিন থেকে আর কার্ডটি বের হয়নি। কয়েকবার চেষ্টা করেও যখন কার্ড বের হয়নি, তখন বাড়ি ফিরে সমাধানের জন্য ব্যাংকে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন তিনি। পরে ব্যাংকে পাশবুক আপডেট করতে গিয়ে ধরা পড়ে আসল বিপদ! অ্যাকাউন্ট থেকে অজান্তেই গায়েব হয়ে গেছে আরও ২,৫০০ টাকা।
কেউ বা কারা আটকে থাকা কার্ডটি ব্যবহার করে ওই টাকা তুলে নিয়েছে বলেই অভিযোগ।ঘটনার পরই ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, “কার্ডটি যাতে ব্যাংক দ্রুত ব্লক করে দেয় এবং আমার টাকা কারা তুলল তা তদন্ত করে বের করা হোক। সেই সঙ্গে যেন আমি ক্ষতিপূরণ পাই, সেই ব্যবস্থাও নেওয়া হোক।” স্থানীয়দের অভিযোগ, অনেক এটিএম বুথেই সিকিউরিটি গার্ড থাকে না, ফলে দুষ্কৃতীদের জন্য সুযোগ তৈরি হয়। এমনকি বেশ কিছু বুথে কার্ড-ট্র্যাপিং যন্ত্র বসিয়ে প্রতারণার ঘটনাও বাড়ছে। তাই এদিকে করা নজর দেওয়া উচিত। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।  তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এটিএমে টাকা তুলতে গিয়ে কারও কার্ড আটকে গেলে কি আবার টাকাও উধাও হয়ে যেতে পারে? নাগরিক মহলের মত, এটিএম বুথে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মেশিনে আটকে এটিএমে কার্ড! তারপরেই গায়েব টাকা! জলপাইগুড়ির কলেজ পাড়ায় চাঞ্চল্য
Next Article
advertisement
Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হতে বলল সুপ্রিম কোর্ট!
  • সোনালি খাতুনদের বাংলাদেশ থেকে ফেরাতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের৷

  • মানবিকতার খাতিরেই কেন্দ্রকে নমনীয় হতে বললেন প্রধান বিচারপতি৷

  • সোনালিদের ফেরানো হবে বলে লিখিত ভাবে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
advertisement