শীত পড়তেই ভিড় জমছে ফুলবাড়ি ব্যারেজে! কারণটা কী শুনে নিন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Migrant Birds- মূলত বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখিরা প্রতিবছর এখানে এসে থাকে। এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ে এসে ভিড় জমায়।
শিলিগুড়ি : শীতের সময় ফুলবাড়ির বাড়তি আকর্ষণ পরিযায়ী পাখি। রং বেরং-এর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা শুরু ফুলবাড়ির বিভিন্ন জলাশয়ে। ইতিমধ্যেই হালকা শীত পড়েছে উত্তরবঙ্গে। তার আগেই উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো পরিযায়ী পাখির দেখা মিলছে ফুলবাড়ি ব্যারেজেও। ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ব্যারেজে সংলগ্ন মহানন্দা নন্দীতে।
মূলত বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখিরা প্রতিবছর এখানে এসে থাকে। এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ে এসে ভিড় জমায়। শীত বেরোনোর সঙ্গে সঙ্গে তারাও ফিরে যায় নিজেদের দেশে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখির সংখ্যা ও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুন- চা বাগানের ভিতর ওটা কী? সামনে যেতেই হাড়হিম সকলের, তারপর যা হল…
পরিবেশপ্রেমী অনিমেষ বসু জানিয়েছেন, শীত পড়লেই এই সমস্ত পাখিরা মঙ্গোলিয়া তিব্বত থেকে উত্তরবঙ্গে পাড়ি দেয়। বিভিন্ন জলাশয় গুলিতে মূলত এদের দেখতে পাওয়া যায়। নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এরা এখানে থাকে। উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ পাখিদের পছন্দ, তাই তারা এদিকটায় চলে আসে। তিনি আরও বলেন, শীত এলেই উত্তরবঙ্গ পাখিদের প্যারাডাইস হয়ে ওঠে। রুডি শেলডাক, রিভার ল্যাপউইং- সহ আরও একাধিক পাখি এই এলকায় থাকতে পছন্দ করে।
advertisement
advertisement
আরও পড়ুন- সবার কাছে তিনি প্রাণের মানুনষ! জেলা জুড়ে তিনি যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?
পার্কের তত্ত্বাবধায়ক দেবরূপ মোহন জানিয়েছেন, ” শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই পাখিরা ধীরে ধীরে আসতে শুরু করে। ইতিমধ্যেই বহু মানুষ এই পরিযায়ী পাখি দেখতে আমাদের ফুলবাড়ি ব্যারেজে এসে ভিড় জমাতে শুরু করেছে। খুব সুন্দর লাগে এই পাখিগুলোকে। বছরের এই সময়টা তিনি প্রতিবারই তারা এসে থাকে।” তবে স্থানীয় বাসিন্দা সকলে মিলেই আমরা এই পরিযায়ী পাখি রক্ষার্থে এখানে কাউকে মাছ ধরতে দিই না। সকলে মিলেই যত্ন নেওয়া হচ্ছে।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 7:44 PM IST