Alipurduar News: চা বাগানের ভিতর ওটা কী? সামনে যেতেই হাড়হিম সকলের, তারপর যা হল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: একটি পূর্ণবয়ষ্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানে। শ্রমিকরা কাজে এসে লেপার্ডটির দেহ দেখতে পান।
আলিপুরদুয়ার: একটি পূর্ণবয়ষ্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানে। শ্রমিকরা কাজে এসে লেপার্ডটির দেহ দেখতে পান।
এদিন বাগানের সাত নম্বর সেকশনে চা বাগানে নালায় একটি লেপার্ডের মৃতদেহ দেখতে পেয়ে বাগানের শ্রমিকরা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এসে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে।
advertisement
বেশ কিছু মাস ধরে এই চা বাগানে লেপার্ডের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। শ্রমিকদের ওপর আক্রমণ চালাচ্ছিল লেপার্ড। বনদফতর সুত্রে খবর লেপার্ডটি মাঝবয়সী মহিলা লেপার্ড। লেপার্ডের মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। বয়সজনিত কারণে লেপার্ডটির মৃত্যু হতে পারে বলে অনুমান বনকর্মীদের।
advertisement
আরও পড়ুন-‘বাড়িতে কথা বললেই সব শেষ!’ রাত ১.৪২ মিনিটে…, সবচেয়ে গোপন কথা ফাঁস করলেন অমিতাভ, তারপরই যা ঘটে গেল…
যদিও লেপার্ডের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বনদফতর সূত্রের খবর। লেপার্ডটির বাচ্চাদের খোঁজ শুরু করেছে বনকর্মীরা।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 12:06 AM IST