Dakshin Dinajpur News: ফলের ফেলে দেওয়া বীজ দিয়ে তৈরি ঘর সাজাবার সরঞ্জাম
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
শান্তিনিকেতনের এই শিল্পীর ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ দেখলে আপনি বিস্মিত হয়ে যাবেন
দক্ষিণ দিনাজপুর: কখনও ফলের বীজ বা কখনও ফলের খোসা সহ একাধিক অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি কাটুম কুটুম তৈরি করে রোজগারের পথ দেখাচ্ছেন শান্তিনিকেতনের সুকুমার দাস। এই যুবক কলকে ফুলের বীজ, কুচ ফল সহ একাধিক জিনিস দিয়ে জীবজন্তু তৈরি করে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকলের।
শান্তিনিকেতনের এই শিল্পীর ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ দেখলে আপনি বিস্মিত হয়ে যাবেন। কৃষ্ণচূড়া, কলকে, ক্যাকটাসের বীজ, বনশিম, কুঁচ, তেঁতুল, টাইগার সিড, লাটা বীজ দিয়ে পাশাপাশি নারকেলের মালা, আমরার আঁটি এইসব দিয়ে তৈরি করছেন ছোটদের মনকাড়া জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস।
advertisement
advertisement
এই বিষয়ে সুকুমারবাবু জানান, ছোট থেকেই তাঁর শখ নানা ধরণের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি ঘর সাজানোর সরঞ্জাম তৈরি করা। এমনকি শান্তিনিকেতনের মেলাতেও তাঁদের ফেলে দেওয়া একাধিক জিনিস দিয়ে স্বল্পমূল্যে শিশুদের জন্য মজাদার পিঁপড়ে, কাঠবিড়ালি, ইঁদুর সহ আরও নানান জিনিস তৈরি করতেন। তিনি এবং তাঁর পরিবার বিভিন্ন জায়গায় গাছের পাতা, বীজ, ফল সংগ্রহ করে রেখে দেন। তারপর সেগুলি শুকিয়ে বিভিন্ন জিনিস তৈরির কাজ শুরু করেন। সুকুমারবাবুর এই মজাদার কাটুম কুটুমে মজেছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। শুধুমাত্র ঘর সাজাবার জিনিসই নয়, ফলের বীজ দিয়ে নানা রকম গয়নাও তৈরি করেন তিনি। সেই গয়নার প্রেমে মজেছে গোটা জেলার মানুষ। তাঁর তৈরি জিনিসের দাম কম হওয়ায় বাজারে চাহিদাও ব্যাপক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুকুমার বাবুর পাশাপাশি পরিবারের বাকি সদস্যরাও এই কাজ করে থাকেন। এই কাজ তাঁদের আর্থিক স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। তাঁদের তৈরি এই ধরনের জিনিসের চাহিদা ব্যাপকভাবে থাকায় বিভিন্ন মেলাতেও স্টল দিয়ে বিক্রি করেন। এমনকি, তাঁর তৈরি জিনিস ক্রেতাদের পছন্দসহিত হলে বাইরেও পাড়ি দিতে শুরু করেছে বলে জানা যায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 5:45 PM IST