আঙুর না মিষ্টি? মুখে দিলেই রসালো অভিজ্ঞতা! খেয়েছেন কি এই অসাধারণ স্বাদের মিষ্টি?

Last Updated:

ফল হিসেবে নয়, মিষ্টি হিসেবে আঙুর মিষ্টিতেই মন ভরছে ছোট বড়ো সকলের। খেয়েছেন কি এই অসাধারণ স্বাদের মিষ্টি আঙুর!

+
আঙুর

আঙুর মিষ্টি 

দক্ষিণ দিনাজপুর: খাবারের শেষ পাতে মিষ্টি ছাড়া যেন বাঙালি অসম্পূর্ণ। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর টক মিষ্টি ফল আঙুর খেলেও অনেক কচিকাঁচারাই যেন ফল থেকে দশ হাত দূরে থাকেন। তবে ফল হিসেবে নয়, মিষ্টি হিসেবে আঙুর মিষ্টিতেই মন মজেছে আট থেকে আশি সকলের। খেয়েছেন কি এই অসাধারণ স্বাদের মিষ্টি আঙুর!
একবার খেলে রীতিমতন জিভে লেগে থাকবে এর জাদু। চাহিদাও রয়েছে ব্যাপকহারে। সকাল থেকেই আঙুর মিষ্টি কেনার হিড়িকও পড়ে চোখে পড়ার মতন। নিত্য নতুন ‘আইটেমে’র আঙুর মিষ্টি পেয়ে খুশী ক্রেতারাও। আর এই মিষ্টি বিক্রি করেই বাজিমাত করছেন মিষ্টির বিক্রেতা। আর এই মিষ্টি খেতে হলে আসতেই হবে কোথায় জানেন! বালুরঘাটের মিষ্টি মহলে। বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বালুরঘাটের মিষ্টি মহল দোকানের মিষ্টি তৈরির কারিগররা।
advertisement
আরও পড়ুন: এমনও সম্ভব! চোখে জল নিয়ে খোল-করতাল বাজিয়ে ভোলার শেষকৃত্য! কে এই ভোলা জানলে চমকে যাবেন
মিষ্টি বিক্রেতা সৌরভ দাস জানান, “ক্রেতাদের সাধ্যের মধ্যেই নতুনত্ব চাহিদা অনুসারে রকমারি মিষ্টি বানানো হয়ে থাকে। আর এবারে ক্রেতাদের চাহিদা অনুসারে তৈরি করা হয়েছে একেবারেই নতুনত্ব আঙুর মিষ্টি। যার স্বাদও হালকা। যার দরুন ছোট বড়ো সকলেই খেতে পারবে এই মিষ্টি। বিকোচ্ছে ৩০০ টাকা কেজি দরে। যার স্বাদ নিতে ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে দোকানে।”
advertisement
advertisement
আরও পড়ুন: গেট খুলতেই তলিয়ে গেল একের পর এক বাড়ি! মারাত্মক কাণ্ড উত্তরে
এই আঙুর মিষ্টি সাধারণ মানুষদের পাশাপাশি অতিরিক্ত সুগারের রোগীরাও খেতে পারবেন বলে জানা যায়। এমনকি যে সব বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে না, তাদের কাছে মিষ্টির দোকানের এই আঙুর মিষ্টি একেবারেই ইউনিক হওয়ায় খুব সহজেই তাদের ভুলিয়ে রাখা যাচ্ছে। তাই বলা যেতেই পারে সেদিক থেকে এই মিষ্টির নেই কোন তুলন। জানা গেছে, ক্রেতাদের সাধ্যের মধ্যেই যাতে দাম রাখা যায় সেই চেষ্টাই করে থাকেন তাঁরা। বিভিন্ন রকমারি মিষ্টি তৈরি করতে গেলে উপকরণ, মজুরির দিক থেকে অনেকটাই বেড়ে যায়। তাও ক্রেতারা যাতে মিষ্টিমুখে বাড়ি যেতে পারেন সেদিকেও নজর রাখছেন বিক্রেতারা। তাই প্রতিদিনই এই মিষ্টির আস্বাদন করতে বহু মানুষদেরই ভিড় লক্ষ্য করা যায় মিষ্টি মহলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আঙুর না মিষ্টি? মুখে দিলেই রসালো অভিজ্ঞতা! খেয়েছেন কি এই অসাধারণ স্বাদের মিষ্টি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement