Anant Maharaj on separate North Bengal: বাংলা ভাগ সময়ের অপেক্ষা! নিশীথের সঙ্গে বৈঠক করে বিরাট দাবি অনন্ত মহারাজের

Last Updated:

এ দিন কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়িতে আসেন অনন্ত মহারাজ৷ সেখানেই দীর্ঘক্ষণ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাঁর৷

নিশীথের সঙ্গে বৈঠক শেষেই পৃথক উত্তরবঙ্গ নিয়ে বড় দাবি করলেন অনন্ত মহারাজ৷
নিশীথের সঙ্গে বৈঠক শেষেই পৃথক উত্তরবঙ্গ নিয়ে বড় দাবি করলেন অনন্ত মহারাজ৷
#প্রবীর কুণ্ডু, কোচবিহার: খুব শিগগিরই উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক শেষে এমনই দাবি করলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ৷ পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা অনন্ত
মহারাজের এই দাবিতে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
অনন্ত মহারাজ এই দাবি করলেও বিষয়টি নিয়ে বৈঠক শেষে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক৷ তবে তাৎপর্যপূর্ণ ভাবে অনন্ত মহারাজের দাবিকে খারিজও করেননি তিনি৷ শুধু ইঙ্গিতপূর্ণ ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'সময় মতো বলে দেওয়া হবে৷'
advertisement
advertisement
এ দিন কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়িতে আসেন অনন্ত মহারাজ৷ সেখানেই দীর্ঘক্ষণ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাঁর৷ বৈঠক শেষে অনন্ত মহারাজ দাবি বলেন, 'অনেক কিছু আলোচনা হল, সব ইতিবাচক কথা হল৷ যেটা হবে সেটা দেখবেন৷'
এর পরেই অনন্ত মহারাজকে প্রশ্ন করা হয়, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কি না? জবাবে অনন্ত মহারাজ বলেন, 'এটা তো সরকার ঘোষণাই করেছে৷ আবার নতুন করে বলার কী আছে? আমার বিশ্বাস,যা হওয়ার খুব শিগগিরই হবে৷' তবে কতদিনের মধ্যে উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু বলতে চাননি অনন্ত মহারাজ৷ তিনি বলেন, 'কতদিনের মধ্যে হবে তা সরকার বলবে৷ তবে হচ্ছেই৷'
advertisement
কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চলাকালীন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনন্ত মহারাজ আমন্ত্রিত ছিলেন৷ একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় তাঁকে৷ মুখ্যমন্ত্রী তাঁকে ভাইফোঁটার উপহারও পাঠান৷ পাল্টা মুখ্যমন্ত্রীকে উপহার পাঠিয়েছিলেন অনন্তও৷ তবে পৃথক রাজ্য নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির কথা জানানো হলে এ দিন গ্রেটার নেতা বলেন, 'আমি এ নিয়ে কতবার বলব? সরকার যা বিবৃতি দেওয়ার দিয়েছে৷ বার বার তো দিতে পারে না৷'
advertisement
অনন্ত মহারাজ পৃথক উত্তরবঙ্গ নিয়ে আলোচনার কথা জানালেও বিষয়টি নিয়ে কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি নিশীথ প্রামাণিক৷ একাধিক বার প্রশ্নের পর শুধু তিনি বলেন, 'সময় মতো বলে দেওয়া হবে৷' তবে অনন্ত মহারাজ যে দাবি করেছেন, তাকে নস্যাৎও করে দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ ফলে অনন্ত মহারাজের দাবি ঘিরে জল্পনা আরও বেড়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Anant Maharaj on separate North Bengal: বাংলা ভাগ সময়ের অপেক্ষা! নিশীথের সঙ্গে বৈঠক করে বিরাট দাবি অনন্ত মহারাজের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement