Anant Maharaj on separate North Bengal: বাংলা ভাগ সময়ের অপেক্ষা! নিশীথের সঙ্গে বৈঠক করে বিরাট দাবি অনন্ত মহারাজের

Last Updated:

এ দিন কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়িতে আসেন অনন্ত মহারাজ৷ সেখানেই দীর্ঘক্ষণ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাঁর৷

নিশীথের সঙ্গে বৈঠক শেষেই পৃথক উত্তরবঙ্গ নিয়ে বড় দাবি করলেন অনন্ত মহারাজ৷
নিশীথের সঙ্গে বৈঠক শেষেই পৃথক উত্তরবঙ্গ নিয়ে বড় দাবি করলেন অনন্ত মহারাজ৷
#প্রবীর কুণ্ডু, কোচবিহার: খুব শিগগিরই উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক শেষে এমনই দাবি করলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ৷ পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা অনন্ত
মহারাজের এই দাবিতে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
অনন্ত মহারাজ এই দাবি করলেও বিষয়টি নিয়ে বৈঠক শেষে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক৷ তবে তাৎপর্যপূর্ণ ভাবে অনন্ত মহারাজের দাবিকে খারিজও করেননি তিনি৷ শুধু ইঙ্গিতপূর্ণ ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'সময় মতো বলে দেওয়া হবে৷'
advertisement
advertisement
এ দিন কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়িতে আসেন অনন্ত মহারাজ৷ সেখানেই দীর্ঘক্ষণ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাঁর৷ বৈঠক শেষে অনন্ত মহারাজ দাবি বলেন, 'অনেক কিছু আলোচনা হল, সব ইতিবাচক কথা হল৷ যেটা হবে সেটা দেখবেন৷'
এর পরেই অনন্ত মহারাজকে প্রশ্ন করা হয়, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কি না? জবাবে অনন্ত মহারাজ বলেন, 'এটা তো সরকার ঘোষণাই করেছে৷ আবার নতুন করে বলার কী আছে? আমার বিশ্বাস,যা হওয়ার খুব শিগগিরই হবে৷' তবে কতদিনের মধ্যে উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু বলতে চাননি অনন্ত মহারাজ৷ তিনি বলেন, 'কতদিনের মধ্যে হবে তা সরকার বলবে৷ তবে হচ্ছেই৷'
advertisement
কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চলাকালীন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনন্ত মহারাজ আমন্ত্রিত ছিলেন৷ একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় তাঁকে৷ মুখ্যমন্ত্রী তাঁকে ভাইফোঁটার উপহারও পাঠান৷ পাল্টা মুখ্যমন্ত্রীকে উপহার পাঠিয়েছিলেন অনন্তও৷ তবে পৃথক রাজ্য নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির কথা জানানো হলে এ দিন গ্রেটার নেতা বলেন, 'আমি এ নিয়ে কতবার বলব? সরকার যা বিবৃতি দেওয়ার দিয়েছে৷ বার বার তো দিতে পারে না৷'
advertisement
অনন্ত মহারাজ পৃথক উত্তরবঙ্গ নিয়ে আলোচনার কথা জানালেও বিষয়টি নিয়ে কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি নিশীথ প্রামাণিক৷ একাধিক বার প্রশ্নের পর শুধু তিনি বলেন, 'সময় মতো বলে দেওয়া হবে৷' তবে অনন্ত মহারাজ যে দাবি করেছেন, তাকে নস্যাৎও করে দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ ফলে অনন্ত মহারাজের দাবি ঘিরে জল্পনা আরও বেড়েছে৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Anant Maharaj on separate North Bengal: বাংলা ভাগ সময়ের অপেক্ষা! নিশীথের সঙ্গে বৈঠক করে বিরাট দাবি অনন্ত মহারাজের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement