ফের জেল হেফাজতে সায়গল হোসেন, এবার অনুব্রতর দেহরক্ষীর ঠিকানা তিহাড় জেল

Last Updated:

গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে

 #নয়াদিল্লি: ফের জেল হেফাজতে সায়গল! গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
দু'দফায় দিল্লিতে ইডি হেফাজতের পর জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ‍্যাভিনিউ আদালত। এবার তিহার জেলে পাঠানো হবে সায়গল হোসেনকে।
২৮ অক্টোবর দিল্লির আদালতে সায়গলকে পেশ করে ইডি জানায়,  সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতকে ইডি জানিয়েছে, ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করা হয়েছে৷  সেদিন সায়গল হোসেনকে আরও আট দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ আজ, শুক্রবার ফের আদালতে পেশ করা হলে রাউস অ‍্যাভিনিউ আদালত সায়গলকে জেল হেফাজতের নির্দেশ দেয়।
advertisement
advertisement
আগের শুনানিতে ইডি-র আইনজীবী জানান, জিজ্ঞাসাবাদে সায়গলের স্ত্রী সোমাইয়া খন্দকার, মা লতিফা খাতুন এবং শ্যালক ইসলাম চৌধুরীর নাম উঠে এসেছে৷ এই তিন জন-সহ গরু পাচার মামলায় যুক্ত আরও বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে৷ এদের প্রত্যেককেই সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডির আইনজীবী আদালতে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ফিরে এলে মামলার সঙ্গে যুক্ত বাকিদের প্রভাবিত করতে পারেন সায়গল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের জেল হেফাজতে সায়গল হোসেন, এবার অনুব্রতর দেহরক্ষীর ঠিকানা তিহাড় জেল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement