Alipurduar Tourism: পর্যটন মানচিত্রে নতুন দিগন্ত আলিপুরদুয়ারে! এবার সোনাঝুরির মত হাট জনপ্রিয় এই গ্রামে

Last Updated:

Alipurduar Tourism: পানিঝোরা গ্রাম আলিপুরদুয়ার জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। পানিঝোরা গ্রামে শুরু হয়েছে স্থানীয় শিল্পীদের নিয়ে পানিঝোরা হাট। এই হাটের আয়োজক বইগ্রাম মহিলা স্বনির্ভর দল।

+
হাটে

হাটে মহিলারা বেচা কেনায় ব্যস্ত

আলিপুরদুয়ার: পানিঝোরা গ্রাম আলিপুরদুয়ার জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। পানিঝোরা গ্রামে শুরু হয়েছে স্থানীয় শিল্পীদের নিয়ে পানিঝোরা হাট। এই হাটের আয়োজক বইগ্রাম মহিলা স্বনির্ভর দল।
এক বছর আগে এই এলাকায় গড়ে উঠেছিল বইগ্রাম। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই গ্রামের নাম। প্রথমে পড়াশোনা শিক্ষার প্রসার ঘটানোর ভাবনা থেকে শুরু হয়েছিল এই গ্রামের পথ চলা। এবার সেখানে আরও কিছু পালক যুক্ত হল। এবার থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হবেন বইগ্রাম পানিঝোরায়।
advertisement
advertisement
শুধু হাতে তৈরি জিনিসপত্র নয়, কেউ এনেছেন কাকরোল, শোলা, কচু, পটল ইত্যাদি শাকসবজিও। আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর বিমলার হাত ধরে চালু হল এই হাটের পথচলা। প্রতি রবিবার করে বসবে এই হাটটি। বিভিন্ন জনজাতির মহিলারা পরিচয় করাবেন তাঁদের হাতে তৈরি জিনিসের পাশাপাশি সংস্কৃতির সঙ্গে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেবযানী মিশ্র নামের হাটে আসা এক ব্যবসায়ী জানান, “পর্যটনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে গেল। পাশাপাশি জেলার মহিলারা অর্থনৈতিকভাবে সক্ষম হতে পারবে। এই হাটের শ্রী বৃদ্ধি আমরা কামনা করছি।”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar Tourism: পর্যটন মানচিত্রে নতুন দিগন্ত আলিপুরদুয়ারে! এবার সোনাঝুরির মত হাট জনপ্রিয় এই গ্রামে
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement