বক্সার জঙ্গলে শুট আউটের ঘটনায় ভাড়াটে খুনির যোগ! যুবক খুনের তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

Buxa Shootout: বক্সা টাইগার রিজার্ভে শুট আউটের ঘটনায় ভাড়াটে খুনির যোগ পাচ্ছে পুলিশ। সোমবারের খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে চিহ্নিতও করা হয়েছে। কীসের জন্য ভাড়াটে খুনি দিয়ে খুন বা কারা এই খুনের পিছনে কলকাঠি নেড়েছে তা তদন্ত করে দেখছে আলিপুরদুয়ার পুলিশ।

বক্সা টাইগার রিজার্ভে শুট আউটের ঘটনায় সুপারি কিলারের উপস্থিতি পাচ্ছে পুলিশ
বক্সা টাইগার রিজার্ভে শুট আউটের ঘটনায় সুপারি কিলারের উপস্থিতি পাচ্ছে পুলিশ
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বক্সা টাইগার রিজার্ভে শুট আউটের ঘটনায় সুপারি কিলারের উপস্থিতি পাচ্ছে পুলিশ। খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে চিহ্নিতও করা হয়েছে। তারা সকলেই স্থানীয় এলাকার বাইরের লোক। এই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীরও হদিস মিলেছে। তবে পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
কীসের জন্য ভাড়াটে খুনি দিয়ে খুনের ঘটনা ঘটনো হল বা কারা এই খুনের পিছনে কলকাঠি নেড়েছে তা তদন্ত করে দেখছে আলিপুরদুয়ার পুলিশ। ঘটনার পর থেকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া জাতীয় সড়কের দুই ধারে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
আরও পড়ুনঃ বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি! জল সীমান্তে লঞ্চে ভেসে BSF-BGB কর্তাদের ফ্ল্যাগ মিটিং, বেঁধে দেওয়া হল প্রতিমা ভাসানের সময়
সোমবার বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে শুট আউটের ঘটনাটি ঘটে। পোরো এলাকায় সুভাষ কুজুর নামে এক বছর ৪০-এর ব্যক্তির স্কুটি আটকে তাঁর উপর চড়াও কয়েকজন। গুলিতে সুভাষকে ঝাঁঝরা করে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সুভাষ। স্থানীয়রা, তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহের মাথায়, ঘাড়ে মোট চারটি গুলির ক্ষত পায় জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা।
advertisement
advertisement
আলিপুরদুয়ারের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে শুট আউটের ঘটনাটি ভাড়াটে খুনি দিয়ে ঘটানো হয়েছে বলেই ইঙ্গিত পাচ্ছে পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বক্সার জঙ্গলে শুট আউটের ঘটনায় ভাড়াটে খুনির যোগ! যুবক খুনের তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement