বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি! জল সীমান্তে লঞ্চে ভেসে BSF-BGB কর্তাদের ফ্ল্যাগ মিটিং, বেঁধে দেওয়া হল প্রতিমা ভাসানের সময়

Last Updated:

BSF-BGB Meeting: টাকিতে ইছামতি নদীবক্ষে দুর্গা প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে মঙ্গলবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এবং বাংলাদেশের বর্ডার গার্ড BGB-র মধ্যে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হল। জল সীমান্তের জিরো পয়েন্টে লঞ্চের উপর চলল বৈঠক।

টাকিতে ইছামতি নদীবক্ষে দুর্গা প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখেই BSF-BGB বৈঠক
টাকিতে ইছামতি নদীবক্ষে দুর্গা প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখেই BSF-BGB বৈঠক
টাকি, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: উত্তর ২৪ পরগনা টাকিতে ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীপক্ষে প্রতিমা বিসর্জন রাজ্যের অন্যতম বড় আকর্ষণ। যা দেখতে রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্য এমনকি বিদেশ থেকেও পর্যটকরাও ভিড় জমান। টাকিতে ইছামতি নদী বক্ষে বিসর্জনকে সামনে রেখে বিএসএফ এবং বিজিবি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হল।
মঙ্গলবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এবং বাংলাদেশের বর্ডার গার্ড BGB-র মধ্যে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়। জল সীমান্তের জিরো পয়েন্টে লঞ্চের উপর এই মিটিং চলে। টাকিতে ইছামতি নদীবক্ষে দুর্গা প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখেই এদিনের এই ফ্ল্যাগ মিটিং হয়েছে। উপস্থিত ছিলেন দুই দেশের প্রশাসনিক আধিকারিকরাও।
আরও পড়ুনঃ দূর থেকে দেখে কীভাবে বুঝবেন হাতি শান্ত নাকি হিংস্র! ছোট্ট কৌশলে চিনুন গজরাজের স্বভাব, ফসলের ক্ষতি ও মৃত্যু রুখতে দারুণ উদ্যোগ
ভারত ও বাংলাদেশের দুই পাড়ের মানুষই টাকির প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় জমান। ইছামতি নদীতে দুই দেশের প্রতিমা নিরঞ্জন হয়। আর এটা দুই বাংলারই মূল আকর্ষণ। আর তাই বোধনের আগেই সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি জিরো পয়েন্টে।
advertisement
advertisement
সমস্তরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুই দেশের সম্পর্ক অটুট রেখে বিসর্জনের ঐতিহ্যকে বজায় রাখতে এই ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় রশি দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি করে। কেউ কারও সীমান্ত অতিক্রম না করেই সুন্দরভাবে দুই বাংলার প্রতিমা বিসর্জন হয় প্রতি বছরই।
advertisement
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় বক্সার জঙ্গলে শুট আউট! গুলিতে ঝাঁঝরা তরুণ তাজা প্রাণ! চাঞ্চল্যকর কাণ্ড আলিপুরদুয়ারে
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুই দেশের বিসর্জন সম্পন্ন করতে হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নির্দেশ, বিকেল চারটের পর থেকে শুরু হবে বিসর্জন। যা শেষ করতে হবে অন্ধকার হওয়ার আগেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি! জল সীমান্তে লঞ্চে ভেসে BSF-BGB কর্তাদের ফ্ল্যাগ মিটিং, বেঁধে দেওয়া হল প্রতিমা ভাসানের সময়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement