ভরসন্ধ্যায় বক্সার জঙ্গলে শুট আউট! গুলিতে ঝাঁঝরা তরুণ তাজা প্রাণ! চাঞ্চল্যকর কাণ্ড আলিপুরদুয়ারে

Last Updated:

Buxa Shootout: বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে শুট আউটের ঘটনা। গুলিতে ঝাঁঝরা এক যুবক। মাথায়, ঘাড়ে মোট চারটি গুলি লাগার সন্দেহ করছে জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা। নিহত যুবকের নাম সুভাষ কুজুর।

বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে শুট আউট, নিহত যুবক
বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে শুট আউট, নিহত যুবক
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: সোমবার বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে শুট আউটের ঘটনা ঘটল। গুলিতে এক যুবককে ঝাঁঝরা করে দেওয়ার অভিযোগ উঠেছে। মাথায়, ঘাড়ে মোট চারটি গুলি লাগার সন্দেহ করছে জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা। ঘটনার জেরে বক্সার জঙ্গলে তুমুল আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে, মৃত যুবকের নাম সুভাষ কুজুর। বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির ডিমা এলাকায়। বক্সা টাইগার রিজার্ভের পোরো এলাকায় স্কুটি চালিয়ে আসছিলেন সুভাষ। সেই সময়ে কয়েকজন মিলে পথ আটকায় তাঁর। আর তখনই গুলি করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সুভাষ। স্থানীয়রা, তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুনঃ বচসার জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খু*ন! ৭ বছর পর অভিযুক্ত স্বামীর নজিরবিহীন সাজা আদালতে
পরিবার সূত্রে খবর, সোমবার জমি নিয়ে একটি মামলার শুনানি ছিল। আদালতের যাবেন বলে সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন সুভাষ। রাতে হাসপাতাল থেকে সুভাষের মৃত্যুর খবর পৌঁছয় বাড়িতে। ছুটে আসেন পরিবারের লোকজন। জমি নিয়ে বিবাদের জেরেই গুলি করে সুভাষকে খুন করা হয়েছে বলে দাবি মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের। নিহত যুবকের তুতো ভাইদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভরসন্ধ্যায় বক্সার জঙ্গলে শুট আউট! গুলিতে ঝাঁঝরা তরুণ তাজা প্রাণ! চাঞ্চল্যকর কাণ্ড আলিপুরদুয়ারে
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement