Film Festival: প্রথম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব আলিপুরদুয়ারে! কোন ছবি, কোন সময়ে দেখবেন, রইল পুরো তালিকা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Alipurduar Film Festival: রাজবংশী সংস্কৃতির ঐতিহ্য এবং আন্তর্জাতিক চলচ্চিত্র চর্চাকে একই মঞ্চে এনে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব।
আলিপুরদুয়ার,অনন্যা দে: রাজবংশী সংস্কৃতি ঐতিহ্য এবং আন্তর্জাতিক চলচ্চিত্র চর্চাকে একই মঞ্চে এনে শুরু হয়েছে আলিপুরদুয়ারে আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব। পুরসভার প্রেক্ষাগৃহে দু’দিন ধরে বৈচিত্রময় নানান উৎসব আয়োজিত হবে। আন্তর্জাতিক বাংলা অথবা ইংরেজি চলচ্চিত্র উৎসব সম্পর্কে সকলের ধারণা রয়েছে।
তবে এই প্রথম রাজবংশী চলচ্চিত্র উৎসব দেখতে চলেছে আলিপুরদুয়ারবাসী। এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পাঁচটি রাজবংশী চলচ্চিত্র। কোচবিহারের চলচ্চিত্র নির্মাতারা এই পাঁচটি রাজবংশী সিনেমা তৈরি করেছেন। রাজবংশী সমাজের বিভিন্ন দিক সিনেমা গুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শুধু সিনেমা দেখানো নয়, বৈরাতি নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনী রয়েছে। পাশাপাশি থাকছে আলোচনা।
আরও পড়ুন: হাঁটতে হাঁটতে কখন নদীতে তলিয়ে গেল বুঝতে পারল না কেউ! জলপাইগুড়িতে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের শিশুর
advertisement
advertisement
জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও অসম এবং নেপাল থেকে ক্রিটিক্সরা এসেছেন। নেপাল থেকে আসা ২৬ জনের একটি দল রাজবংশী নৃত্য দেখে এক কথায় মুগ্ধ। বহু চর্চিত সিনেমা সোনার পিঞ্জিরা এবং গোয়ালপাড়া হেরিটেজ কালচার অফ দা পিপল এই বছর রাজবংশী চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। বিকেল ৪ এবং সন্ধ্যা ৭ টায় দেখানো হবে চলচ্চিত্র।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে সুরেশ রায় জানান, “শুধু ক্রিটিক্সরা নন, নেপাল থেকে চলচ্চিত্র পরিচালকের একটি দল এসেছেন। আন্তর্জাতিক পরিসরে রাজবংশী সমাজ জীবন ইতিহাস এবং সংস্কৃতি নির্ভর চলচ্চিত্র প্রদর্শনী পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে বিশেষ আয়োজন। রাজবংশীদের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 13, 2025 3:38 PM IST







