গ্রামে ফের হানা! আলু বোঝাই ভ্যান উল্টে খেয়ে নিল হাতি, ভাঙল বাড়িও! তীব্র আতঙ্ক

Last Updated:

একটি আলু বোঝাই পিক-আপ ভ্যান উলটে দেয় হাতির দল। এরপর ভ্যান থেকে ছড়িয়ে পড়া আলু খেতে শুরু করে তারা।

হাতির হাায় ক্ষতিগ্রস্ত গাড়ি।
হাতির হাায় ক্ষতিগ্রস্ত গাড়ি।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার : একের পর এক হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকালয়। আবারও দেখা গেল সেই ছবি। ফালাকাট ব্লকে হাতির হানা। প্রবল বর্ষণের মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে চারটি হাতি। স্থানীয়দের দাবি, ওই সময় এলাকায় হাতিগুলি তাণ্ডব চালায়।
উত্তর মালসাগাঁও ও শিশাবাড়ি সরুগাও এলাকায় তাণ্ডব চালায় চারটি হাতি। যে কারণে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে প্রথমে একটি আলু বোঝাই পিক-আপ ভ্যান উলটে দেয় হাতির দল। এরপর ভ্যান থেকে ছড়িয়ে পড়া আলু খেতে শুরু করে তারা। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই হাতির হানায় জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে।
advertisement
আরও পড়ুন : পেয়ারা তুলতে যাওয়া কাল হল! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইটের দেওয়াল, মর্মান্তিক পরিণতি কিশোরের
স্থানীয়দের আরও অভিযোগ, ফসল নষ্ট হচ্ছে, ভাঙচুর হচ্ছে ঘরবাড়ি, যানবাহন।  শুধু তাই নয়, হাতির ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় একটি মিনি ট্রাক। পাশাপাশি একাধিক গ্রামবাসীর ঘরবাড়িও ভাঙচুর করে দেয় বলে অভিযোগ তাঁদের।
advertisement
advertisement
আরও পড়ুন : দুর্গা পুজোর আগে চরম ধাক্কা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ বর্ধমানের ঐতিহাসিক মন্দির
অন্যদিকে এই খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন। বন দফতরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে তাঁদের। তবে গ্রামবাসীরা বলছেন, ক্ষতিপূরণ হয়ত পাব, কিন্তু আতঙ্ক কিছুতেই কাটছে না।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গ্রামে ফের হানা! আলু বোঝাই ভ্যান উল্টে খেয়ে নিল হাতি, ভাঙল বাড়িও! তীব্র আতঙ্ক
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement