দুর্গা পুজোর আগে চরম ধাক্কা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ বর্ধমানের ঐতিহাসিক মন্দির

Last Updated:
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল প্রায় ৩৫০ বছরের পুরনো বর্ধমান রাজবাড়ী লক্ষীনারায়ণ জিউ মন্দিরে প্রবেশ।
1/5
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল প্রায় ৩৫০ বছরের পুরনো বর্ধমান রাজবাড়ী লক্ষীনারায়ণ জিউ মন্দিরে প্রবেশ। এই মন্দিরে হত পটেশ্বরী দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হল মন্দিরে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল প্রায় ৩৫০ বছরের পুরনো বর্ধমান রাজবাড়ী লক্ষীনারায়ণ জিউ মন্দিরে প্রবেশ। এই মন্দিরে হত পটেশ্বরী দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হল মন্দিরে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
সম্প্রতি ভেঙে পড়েছিল বর্ধমান মহারাজার লক্ষ্মীনারায়ণ জিউ নাট মন্দিরের একাংশ। রক্ষণাবেক্ষণ অভাবেই ভেঙে পড়েছে নাট মন্দিরের একটা বিরাট অংশ বলে অভিযোগ স্থানীয়দের। বাকি অংশ রয়েছে বিপদজনক অবস্থায়। তাই মেহতাব ট্রাস্টের পক্ষ থেকে ইতিমধ্যে নোটিশ আটকে দেওয়া হয়েছে গেটের বাইরে।
সম্প্রতি ভেঙে পড়েছিল বর্ধমান মহারাজার লক্ষ্মীনারায়ণ জিউ নাট মন্দিরের একাংশ। রক্ষণাবেক্ষণ অভাবেই ভেঙে পড়েছে নাট মন্দিরের একটা বিরাট অংশ বলে অভিযোগ স্থানীয়দের। বাকি অংশ রয়েছে বিপদজনক অবস্থায়। তাই মেহতাব ট্রাস্টের পক্ষ থেকে ইতিমধ্যে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে গেটের বাইরে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
3/5
নোটিশে লেখা, এতদ্বারা ভক্ত সাধারণকে অবহিত করা হয় যে, বিগত ০২/০৯/২০২৫ তারিখে লক্ষ্মীনারায়ন জীউ নাট মন্দিরের এক বিরাট অংশ ভেঙে পড়ে এবং বাকি অংশ বিপদজনক অবস্থায় আছে। তাই সকলের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য মন্দিরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হইল। নোটিশের নিচে লেখা আদেশানুসারে মেহতাব ট্রাস্ট।
নোটিশে লেখা, এতদ্বারা ভক্ত সাধারণকে অবহিত করা হয় যে, বিগত ০২/০৯/২০২৫ তারিখে লক্ষ্মীনারায়ন জীউ নাট মন্দিরের এক বিরাট অংশ ভেঙে পড়ে এবং বাকি অংশ বিপদজনক অবস্থায় আছে। তাই সকলের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য মন্দিরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হইল। নোটিশের নিচে লেখা আদেশানুসারে মেহতাব ট্রাস্ট। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
4/5
কিন্তু এই মন্দিরেই একদিকে যেমন রয়েছে রাজাদের কুল দেবতা লক্ষ্মীনারায়ন জিউ অন্য দেশের এই মন্দিরে পূজিত হয় পটেশ্বরী মা দুর্গা।অনির্দিষ্টকালের জন্য যদি মন্দির বন্ধ থাকে তাহলে কিভাবে পুজো হবে পটেশ্বরী মা দুর্গার পুজো তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, এটি বর্ধমানের একটি ঐতিহ্য। মন্দিরে যদি অনির্দিষ্টকালের জন্য সাধারণ মানুষের প্রবেশ থাকে তাহলে এবছর আমরা এই পুজো থেকে বঞ্চিত হব।
কিন্তু এই মন্দিরেই একদিকে যেমন রয়েছে রাজাদের কুল দেবতা লক্ষ্মীনারায়ন জিউ ,অন্যদিকে এই মন্দিরে পূজিত হয় পটেশ্বরী মা দুর্গা। অনির্দিষ্টকালের জন্য যদি মন্দির বন্ধ থাকে, তাহলে কিভাবে পুজো হবে পটেশ্বরী মা দুর্গার, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, এটি বর্ধমানের একটি ঐতিহ্য। মন্দিরে যদি অনির্দিষ্টকালের জন্য সাধারণ মানুষের প্রবেশ থাকে, তাহলে এবছর আমরা এই পুজো থেকে বঞ্চিত হব। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
5/5
মন্দির সূত্রে জানা গেছে, নাট মন্দিরের একটা বড় অংশ ভেঙে গেছে। বাকি অংশটিও বিপদজনক অবস্থায় রয়েছে। তাই সাধারণের জন্য এই মন্দির আপাতত বন্ধ রাখা হয়েছে। নিত্য পুজো করা হচ্ছে। দুর্গাপুজো করা হবে কিন্তু দুর্গাপুজোর সময়ও সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে কিনা তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ মন্দিরটি এখন বিপদজনক অবস্থায় রয়েছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
মন্দির সূত্রে জানা গিয়েছে, নাট মন্দিরের একটা বড় অংশ ভেঙে গিয়েছে। বাকি অংশটিও বিপদজনক অবস্থায় রয়েছে। তাই সাধারণের জন্য এই মন্দির আপাতত বন্ধ রাখা হয়েছে। নিত্য পুজো করা হচ্ছে। দুর্গাপুজো করা হবে কিন্তু দুর্গাপুজোর সময়ও সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে কিনা, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ মন্দিরটি এখন বিপদজনক অবস্থায় রয়েছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement