বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন পর্যটকরা

Last Updated:

পেশায় একজন গাইড, কিন্তু নেশা বাঁশি বাজানোর। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম আকর্ষণ তাঁর বাঁশির সুর।

+
বক্সা

বক্সা গাইড জেমস ভুটিয়া

কালচিনি, অনন্যা দে: পেশায় একজন গাইড, কিন্তু নেশা বাঁশি বাজানোর। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম আকর্ষণ তাঁর বাঁশির সুর।
বাঁশের বাঁশি নয় বরং টগর পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে সুর তোলেন তিনি। বক্সা পাহাড়ের গাইড জেমস ভুটিয়ার এই প্রতিভায় মুগ্ধ পর্যটকেরা। কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের মনোরম পরিবেশে পর্যটকদের বাড়তি প্রাপ্তি জেমসের এই সুর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
advertisement
বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় গাইড জেমস ভুটিয়া, বলা যেতে পারে রীতিমতো ভাইরাল। তবে শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, পর্যটকদের কাছ থেকে জানা যায়, জেমসের কাছে পাতাই যেন বাঁশি। পর্যটকদের একের পর এক অনুরোধ পূরণ করেন তিনি। বলিউড স্টার দেবানন্দের পুরনো সিনেমার গানের সুর বেশি তোলেন তিনি। বক্সা পাহাড়ের দুর্গম পথ তাঁর বাঁশির সুরে কিছুটা অনুকূল মনে হয় পর্যটকদের। তিনি আপন মনে পাতার বাঁশি বাজিয়ে চলেন।
advertisement
জেমস ভুটিয়া জানান, ছোটবেলায় টগর গাছের পাতা দিয়ে এভাবে গানের সুর তোলা বাবা শিখিয়েছিলেন। তারপরে এ ভাবেই পাতায় সুর তুলে গান গেয়ে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াতেন তিনি। তিনি আরও জানান, “প্রায় ৪০ বছর ধরে এভাবেই টগর গাছের পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে গানের সুর ধরছি। টগর গাছের পাতা মোটা হওয়ায় তার থেকে ভাল আওয়াজ বের হয়। এটা পর্যটকদের মধ্যে এত জনপ্রিয় হবে তা ভাবিনি। বর্তমানে পর্যটকদের দাবি মেনে বাংলা গান বাজানোরও চেষ্টা করছি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন পর্যটকরা
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement