থাকা-খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে! উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে এবার বিরাট প্ল্যান, সুবিধা পাবে কেবলমাত্র এইসব পরীক্ষার্থীরা

Last Updated:

৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। এবারই প্রথম ওএমআর শিটে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।

প্রশাসনিক বৈঠক
প্রশাসনিক বৈঠক
টোটোপাড়া, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে বৈঠক করলেন জেলা শাসক। এই বৈঠকে সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবার ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। এবারই প্রথম ওএমআর শিটে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। এই পরীক্ষার খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শিক্ষা দফতর, বন দফতর, পুলিশ, পূর্ত দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক ভাষ্কর মজুমদার বলেন, “এবার বর্ষা কিছুটা পিছিয়ে। আর সেই কারণে সেপ্টেম্বর মাসেও বর্ষা বৃষ্টি থাকতে পারে। তিন নদী একাধিকবার পাড় হয়ে প্রত্যন্ত টোটোপাড়াতে পৌঁছতে হয়। সেই কারণে মাদারিহাটে টোটোপাড়ার ছাত্রছাত্রীদের রেখে ওই সময় পরীক্ষা সম্পূর্ণ করানোর কথা উঠেছে। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনও সিদ্ধান্ত হয় নি। তবে আমরা সব দিক বিবেচনায় রাখছি।”
advertisement
advertisement
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জেলায় কিছু বিদ্যালয়ে জল জমার সমস্যা রয়েছে। এছাড়া বর্ষার সময়ে কিছু স্কুলে সাপের উপদ্রবের সমস্যাও হতে পারে। এদিন বৈঠকে সাপ উপদ্রবের খবর পাওয়া মাত্র স্কুল থেকে সাপ ধরার নির্দেশ দিয়েছেন জেলা শাসক আর বিমলা। বন দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
প্রশাসনের তরফে নতুন এই যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষার্থীদের থাকা-খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর বন্দোবস্ত করবে প্রশাসন। স্বাভাবিকভাবেই পরীক্ষার সময় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে তার জন্য এমন ব্যবস্থাপনা অনেকটাই উপকারে আসবে গ্রাম্য এলাকার পরীক্ষার্থীদের বলেই মনে করছেন শিক্ষক মহলের বড় অংশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
থাকা-খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে! উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে এবার বিরাট প্ল্যান, সুবিধা পাবে কেবলমাত্র এইসব পরীক্ষার্থীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement