রাতভর তুমুল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫০ বাড়ি! কোথায় ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা? জানুন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
গ্রামের প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর এমন পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকা পরিদর্শনে যান নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় সহ প্রশাসনিক আধিকারিকরা।
নানুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় বীরভূমের বিভিন্ন এলাকার পাশাপাশি নানুর এলাকাতেও। বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে পুরো নানুর গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। নানুর গ্রামের প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর এমন পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকা পরিদর্শনে যান নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় সহ প্রশাসনিক আধিকারিকরা।
সারারাত ধরে মুষলধারে বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে নানুরের অসংখ্য দোকানঘর ও বাসস্থানে। নানুর, উচকরণ ও কীর্ণাহারের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু নানুরের বাজার এলাকাতেই শতাধিক দোকানে জল ঢুকে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুর গ্রাম। উচকরণ ও কীর্ণাহারের দুটি অঞ্চল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক মাটির ঘরও।
advertisement
advertisement
বীরভূমের নানুরের স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি নালা পরিষ্কারের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। একশ্রেণীর ব্যবসায়ী ও কিছু মানুষের অসচেতনার কারণে প্রাক-বর্ষা থেকেই নালাগুলোতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। ফলে এদিনের প্রবল বর্ষণে জল বেরোতে না পেরে গ্রামগুলো প্লাবিত হয়েছে।
advertisement
এ বিষয়ে নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও বিডিও সন্দীপ সিংহ রায় জানিয়েছেন, গত রাতের রেকর্ড পরিমাণ বৃষ্টিই এই বিপত্তির মূল কারণ। কেবলমাত্র ও নানুরেই বৃষ্টির পরিমাণ ছিল ২৩০ এমএম। তবে তাদের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতভর তুমুল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫০ বাড়ি! কোথায় ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা? জানুন