ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন, বছর পরে কী অবস্থায় লালগোলার নৌ-বন্দর! আসল গল্প শুনলে চমকে যাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
লালগোলায় পদ্মা নদীর উপরে নৌ বন্দর চালু হয় ঢাকঢোল পিটিয়ে। কিন্তু উদ্বোধন হলেও আজও চালু হল না পরিষেবা। ফলে আক্ষেপের সুর গ্রামের বাসিন্দাদের মধ্যে।
লালগোলা, তন্ময় মন্ডল: লালগোলায় পদ্মা নদীর উপরে নৌ বন্দর চালু হয় ঢাকঢোল পিটিয়ে। কিন্তু উদ্বোধন হলেও আজও চালু হল না পরিষেবা। ফলে আক্ষেপের সুর গ্রামের বাসিন্দাদের মধ্যে।
একদিকে বঙ্গের লালগোলা। ওপারেই আছে বাংলাদেশ। পণ্য পরিষেবার কথা মাথায় রেখেই তৈরি হয় নৌ বন্দর। ৫৮ বছর আগে এপথে বাংলাদেশ-ভারতে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়। এর পর থেকে পণ্য আনা-নেওয়া হত সড়ক ও রেলপথে। এতে উভয় দেশের পণ্য পরিবহন খরচ বেশি হত। জানা যায়, সুলতানগঞ্জ নৌবন্দরের মাধ্যমে লালগোলা থেকে পণ্য আমদানিতে সময় ও খরচ দুটোই কমবে বলেই আশাবাদী ছিল কেন্দ্রের। এতে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন বলেই আশা ছিল অনেকের। কিন্তু বাস্তবে আর চালু হল না এই বন্দর পরিষেবা।
advertisement
advertisement
সীমান্তবর্তী লালগোলায় শিল্প না হলেও এই বন্দরের উপর তাকিয়ে ছিলেন অনেকেই। বাংলাদেশের রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাব্যতা সংকটের কারণে কার্যকর করা যায়নি। ফলে রুটটি সুলতানগঞ্জ থেকে ময়া নৌবন্দর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। আড়াআড়িভাবে ২০ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা-নেওয়ার সিদ্ধান্ত হয়। শুরুতে এই নৌপথে ভারত থেকে পাথর, বালি ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু উদ্বোধনের এক বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও আজও চালু হয়নি। ফলে এলাকার ব্যবসায়ীক উন্নতি ঘটবে বলেও আশা থাকলেও তা বাস্তবের রূপ না পেতে আক্ষেপের সুর সকলের গলায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই নৌবন্দর চালুর ফলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ ছিল। যদিও গ্রামের বাসিন্দারা আজ অখুশি। কারণ নৌ বন্দর নিয়ে যে আশা ছিল তা আশাহত হয়েছেন সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 10:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন, বছর পরে কী অবস্থায় লালগোলার নৌ-বন্দর! আসল গল্প শুনলে চমকে যাবেন