কলকাতার কাছেই আরেক 'তারাপীঠ'! জমে ওঠে কৌশিকী অমাবস্যায়, নিরিবিলিতে মা তারার আরাধনার বিরাট সুযোগ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কৌশিকী অমাবস্যা মানেই ভক্তের ঢল নামের বীরভূমের তারাপীঠে। তবে কলকাতার কাছেও রয়েছে তারাপীঠ মন্দিরের আদলে মন্দির এবং মা তারার পুজো নিবেদনের সুযোগ।
advertisement
তারা মায়ের আরাধনা বা কৌশিকী অমাবস্যা বলতে তারাপীঠ মাথায় আসে। তবে এই সময় বা সব সময় তারাপীঠে পৌঁছে পুজো দেবার সুযোগ হয় না। কিন্তু হাওড়াতেই রয়েছে মা তারার মন্দির যেখানে তারা মায়ের আরাধনার অভিজ্ঞতা হবে অন্যরকম। নিরিবিলি সময় মতো পৌঁছলে ভক্তি ভরে পুজো। মন্দিরের চূড়া তারাপীঠ মন্দিরের আদলে, ভক্তদের আরও বেশি পছন্দর এই স্থান। ফলে অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছে এই মন্দির। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement