কলকাতার কাছেই আরেক 'তারাপীঠ'! জমে ওঠে কৌশিকী অমাবস্যায়, নিরিবিলিতে মা তারার আরাধনার বিরাট সুযোগ

Last Updated:
কৌশিকী অমাবস্যা মানেই ভক্তের ঢল নামের বীরভূমের তারাপীঠে। তবে কলকাতার কাছেও রয়েছে তারাপীঠ মন্দিরের আদলে মন্দির এবং মা তারার পুজো নিবেদনের সুযোগ।
1/5
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া'য় মা তারা'র আরাধনা! এই কৌশিকী অমাবস্যা মানেই ভক্তের ঢল নামের বীরভূমের তারাপীঠে। হাওড়াতে রয়েছে তারাপীঠ আদলে মন্দির এবং মা তারা'র পুজো নিবেদনের সুযোগ। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
<strong>হাওড়া, রাকেশ মাইতি</strong>: হাওড়ায় মা তারার আরাধনা! এই কৌশিকী অমাবস্যা মানেই ভক্তের ঢল নামের বীরভূমের তারাপীঠে। হাওড়াতে রয়েছে তারাপীঠ মন্দিরের আদলে মন্দির এবং মা তারার পুজো নিবেদনের সুযোগ। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
advertisement
2/5
তারা মায়ের আরাধনা বা কৌশিকী অমাবস্যা বলতে তারাপীঠ মাথায় আসে। তবে এই সময় বা সব সময় তারাপীঠে পৌঁছে পুজো দেবার সুযোগ হয় না। কিন্তু হাওড়াতেই রয়েছে মা তারার মন্দির যেখানে তারা মায়ের আরাধনার অভিজ্ঞতা হবে অন্যরকম। নিরিবিলি সময় মত পৌঁছলে ভক্তি ভরে পুজো। মন্দিরের চূড়া তারাপীঠ মন্দিরের আদলে, ভক্তদের আরও বেশি পছন্দর এই স্থান। ফলে অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছে এই মন্দির। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
তারা মায়ের আরাধনা বা কৌশিকী অমাবস্যা বলতে তারাপীঠ মাথায় আসে। তবে এই সময় বা সব সময় তারাপীঠে পৌঁছে পুজো দেবার সুযোগ হয় না। কিন্তু হাওড়াতেই রয়েছে মা তারার মন্দির যেখানে তারা মায়ের আরাধনার অভিজ্ঞতা হবে অন্যরকম। নিরিবিলি সময় মতো পৌঁছলে ভক্তি ভরে পুজো। মন্দিরের চূড়া তারাপীঠ মন্দিরের আদলে, ভক্তদের আরও বেশি পছন্দর এই স্থান। ফলে অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছে এই মন্দির। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
advertisement
3/5
সারা বছর ভক্ত সমাগম ঘটে। বিশেষ দিনগুলিতে আরও ভক্ত সমাগম, মা তারার জাঁকজমক করে পুজো অনুষ্ঠান আয়োজন হয় এখানে। কৌশিকী আমাবস্যা, ফলহরিণী অমাবস্যা এমন বিশেষ দিনগুলিতে বেশি ভক্ত সমাগম ঘটে এখানে। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
সারা বছর ভক্ত সমাগম ঘটে। বিশেষ দিনগুলিতে আরও ভক্ত সমাগম, মা তারার জাঁকজমক করে পুজো অনুষ্ঠান আয়োজন হয় এখানে। কৌশিকী আমাবস্যা, ফলহরিণী অমাবস্যা এমন বিশেষ দিনগুলিতে বেশি ভক্ত সমাগম ঘটে এখানে। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
advertisement
4/5
হাওড়া শহর লাগোয়া ডোমজুড় ব্লকের মধ্যে রয়েছে এই মা তারার মন্দির। কমবেশি সারা বছর জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত সমাগম ঘটে এখানে। পুজো দেবার সুযোগ এবং ভোগের ব্যবস্থা রয়েছে। মন্দির সংলগ্ন স্থানেই পুজো দেওয়ার উপকরণ মেলে। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
হাওড়া শহর লাগোয়া ডোমজুড় ব্লকের মধ্যে রয়েছে এই মা তারার মন্দির। কমবেশি সারা বছর জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত সমাগম ঘটে এখানে। পুজো দেওয়ার সুযোগ এবং ভোগের ব্যবস্থা রয়েছে। মন্দির সংলগ্ন স্থানেই পুজো দেওয়ার উপকরণ মেলে। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
advertisement
5/5
কৌশিকী অমাবস্যা হাওড়া জেলার একাংশের মানুষের ঠিকানা ডোমজুড় মাকড়দহ সংলগ্ন ভান্ডারদহ গ্রামের মা তারার মন্দির। অন্যান্য বিশেষ দিনগুলোর মতই কৌশিকী অমাবস্যায় নিয়ম মেনে পুজোর আয়োজন এখানে। এই মন্দিরভান্ডারদহ তারামা মন্দির সেবা ট্রাস্টের পরিচালনায় ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
কৌশিকী অমাবস্যা হাওড়া জেলার একাংশের মানুষের ঠিকানা ডোমজুড় মাকড়দহ সংলগ্ন ভান্ডারদহ গ্রামের মা তারার মন্দির। অন্যান্য বিশেষ দিনগুলোর মতোই কৌশিকী অমাবস্যায় নিয়ম মেনে পুজোর আয়োজন এখানে। এই মন্দির ভান্ডারদহ তারা মা মন্দির সেবা ট্রাস্টের পরিচালনায়। ( তথ্য ও ছবি: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement