Alcohol Detector: বিরাট পদক্ষেপ! মদ্যপ ধরতে রাজ্যে এই প্রথমবার অ্যালকোহল ডিটেক্টর বসছে এই হাসপাতালে

Last Updated:

Alcohol Detector: নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা হাসপাতালের মূল গেটে বসানো হবে অ্যালকোহল ডিটেক্টর। পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত ঘরগুলি এখনও ফাঁকা পড়ে রয়েছে সেগুলোকে তালা বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে

+
জেলা

জেলা হাসপাতাল

দক্ষিণ দিনাজপুর: আরজি করের নৃশংস ঘটনার জেরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। বাংলার সরকারি হাসপাতালগুলি আলোচনার শিরোনামে উঠে এসেছে। কিন্তু তা সত্ত্বেও বালুরঘাট জেলা হাসপাতালের নিরাপত্তা এখনও পর্যন্ত সুনিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের পাশাপাশি অন্যান্য প্রশাসনিক বিভাগগুলিও তৎপর হয়েছে।
জেলা পূর্ত দফতরের পক্ষ থেকেও একাধিকবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। তার পরেও নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় বালুরঘাট শহরের বুকে জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা প্রতিবাদ মিছিল করেন।
advertisement
জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা হাসপাতালের মূল গেটে বসানো হবে অ্যালকোহল ডিটেক্টর। পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত ঘরগুলি এখনও ফাঁকা পড়ে রয়েছে সেগুলোকে তালা বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। বহিরাগত অথবা রোগীর পরিবারের কেউ যাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে প্রবেশের করতে না পারে সেই কারণেই হাসপাতালের প্রবেশের মূল গেটে মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করা হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alcohol Detector: বিরাট পদক্ষেপ! মদ্যপ ধরতে রাজ্যে এই প্রথমবার অ্যালকোহল ডিটেক্টর বসছে এই হাসপাতালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement