Air India Plane Crash: 'মা টিভি দেখ, সর্বনাশ হয়ে গিয়েছে'! আচমকা ভয়াবহ শব্দ, বিস্ফোরণ! তারপর... বিমান দুর্ঘটনার রেশ জলপাইগুড়িতে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Air India Plane Crash: আমেদাবাদের বিমান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জলপাইগুড়ির অভ্রজ্যোতি, আতঙ্কের মুহূর্তের কথা জানালেন পরিবারে।
জলপাইগুড়ি: আমেদাবাদের বিমান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জলপাইগুড়ির অভ্রজ্যোতি, আতঙ্কের মুহূর্তের কথা জানিয়েছেন পরিবারে। বৃহস্পতিবার আমেদাবাদে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফের পরে আচমকাই ভেঙে পড়ে বেসরকারি মেডিক্যাল কলেজের গায়ে। বিমানের লেজ ঢুকে যায় হোস্টেলের ক্যান্টিনের পেটের মধ্যে, মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায় আশপাশ। সেই আবাসনের ঠিক পাশের আবাসনে ছিলেন জলপাইগুড়ির ছেলে অভ্রজ্যোতি বিশ্বাস। নিজের চোখের সামনে দাউদাউ করে জ্বলতে থাকা বিমান দেখে এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না।
জলপাইগুড়ির কদমতলার এক বেসরকারি আবাসনের বাসিন্দা অবসরপ্রাপ্ত চিকিৎসক বরুণ বিশ্বাসের ছেলে অভ্রজ্যোতি বর্তমানে আহমেদাবাদের ইউনাইটেড নেশনস মেহেতা কার্ডিয়াক ইন্সটিটিউটে সহকারী চিকিৎসক হিসেবে কর্মরত। বিজে মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে প্রায় চার বছর ধরে ওই আবাসনে থাকছেন।
আরও পড়ুনঃ মরশুমের প্রথম ইলিশ বাজারে…! কোন বাজারে, কত ওজনের মাছ, কী দামে বিক্রি হবে? জানিয়ে দিলেন মাছ ব্যবসায়ীরা
ড. বরুণ বিশ্বাস জানান, “ছেলে প্রায়ই ফোনে যোগাযোগ রাখছে। বৃহস্পতিবার বিকেলে ফোন করে জানায়, ওর পাশের আবাসনে বিমান পড়ে গিয়েছে। ভয়াবহ শব্দ, আগুন, ধোঁয়া—সবকিছু ওর চোখের সামনে ঘটেছে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে সে নিরাপদে রয়েছে জেনে অনেকটাই স্বস্তি পাই।” তিনি আরও বলেন, “বিমান পরিষেবা নিয়ে এখন যথেষ্ট প্রশ্ন উঠছে। দিন দিন যেভাবে দুর্ঘটনার খবর শোনা যাচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। মানুষ নির্ভরতার জন্য বিমান পরিষেবায় ভরসা রাখে, অথচ এমন ঘটনা ভবিষ্যতে সেই ভরসা নষ্ট করে দিতে পারে।”
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 10:52 AM IST
