আকাশে দাউ দাউ জ্বলতে জ্বলতে প্লেন আছড়ে পড়েছিল গ্রামে! ১৫ বছর আগের স্মৃতি উসকে দিল আহমেদাবাদের বিমান বিপর্যয়!

Last Updated:

ফের তাজা পুরোনো স্মৃতি! আমেদাবাদের বিমান দুর্ঘটনা মনের মধ্যে চমকে উঠছে এই এলাকার বাসিন্দাদের।

+
এই

এই গ্রামের মানুষদের মনে ভেসে ওঠে সেই দিন

জলপাইগুড়ি:ফের তাজা পুরোনো স্মৃতি! আমেদাবাদের বিমান দুর্ঘটনা মনের মধ্যে চমকে উঠছে  এই এলাকার বাসিন্দাদের।   পুরোনো স্মৃতিতে ময়নাগুড়ির গুরুদেবপুর আবার মনের মধ্যে জেগে উঠছে! কেন জানেন? বৃহস্পতিবার আমেদাবাদের ভয়াবহ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার খবর যেন ফিরিয়ে নিয়ে গেল ১৫ বছর আগের সেই বিভীষিকাময় সকালটিতে—যখন ময়নাগুড়ির দক্ষিণ গুরুদেবপুর গ্রামে আছড়ে পড়েছিল এক মিগ-২৭ যুদ্ধবিমান।
২০১০ সালের ২৪ জুলাই, হাসিমারা এয়ারবেস থেকে রুটিন মহড়ায় উড়ে যাওয়া একটি মিগ-২৭ হঠাৎই নিয়ন্ত্রণ হারায়। মাঝ আকাশেই বিমানে আগুন ধরে যায়। পাইলট কোনও মতে বেরিয়ে প্রাণে বাঁচলেও, ক্ষতবিক্ষত হয় দক্ষিণ গুরুদেবপুর। ভয়ানক বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ১৬ জন।
advertisement
advertisement
মাটির বাড়ি গুঁড়িয়ে গিয়েছিল, শিশুদের কান্না ভরা মুখ আজও অনেকের স্মৃতিতে টাটকা। চারপাশে শুধুই হাহাকার, আর কালো ধোঁয়ায় ঢাকা নীল আকাশ! সময় অনেক ক্ষত মুছে দেয়, হয়তো সেই গ্রামের বাসিন্দারাও ভুলতে শুরু করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার আমেদাবাদের দুর্ঘটনার ছবি যখন টিভির পর্দায় ফুটে উঠল, আবার ফিরে এল সেই পুরোনো রাত্রির ভয়। “রাতেই ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আবার যেন সেই আওয়াজ, সেই বিস্ফোরণ শুনছি,” বললেন দুর্ঘটনায় আহত হওয়া স্থানীয় বাসিন্দা রতন বর্মন। কেউ কেউ জানালেন, টিভি বন্ধ করেও আতঙ্ক থামছে না। স্মৃতির ধুলো ঝেড়ে যেন ফের আতঙ্কে কেঁপে উঠেছে ময়নাগুড়ির দক্ষিণ গুরুদেবপুর। ১৫ বছর আগের ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি, আর তার মাঝেই আবার এক ভয়াবহ স্মৃতি, ঘুম কেড়ে নিচ্ছে গোটা গ্রামবাসীর!
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আকাশে দাউ দাউ জ্বলতে জ্বলতে প্লেন আছড়ে পড়েছিল গ্রামে! ১৫ বছর আগের স্মৃতি উসকে দিল আহমেদাবাদের বিমান বিপর্যয়!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement