Agricultural News: নাড়া পোড়ালে লাভের থেকে ক্ষতি বেশি! কৃষক বন্ধুরা এখনই সতর্ক হোন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ধান বা গম কেটে নেওয়ার পরে জমিতে পড়ে থাকা অংশ বা নাড়া আগুনে পুড়িয়ে ছাই করে মাটিতে মিশিয়ে দিলে জমি উর্বর হয়, এমন একটি লোককথা প্রচলিত আছে কৃষকদের মধ্যে
দক্ষিণ দিনাজপুর: বারবার নিষেধ করা সত্ত্বেও এখনও জেলার বিভিন্ন প্রান্তে ফসল তুলে নেওয়ার পর চাষের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এর ফলে পরিবেশ দূষণ যেমন বাড়ছে তেমনই ক্ষতি হচ্ছে চাষের জমির। আর তাই এবার কৃষকদের বিষয়টি নিয়ে সতর্ক করে দিলেন কৃষি বিশেষজ্ঞরা।
ধান বা গম কেটে নেওয়ার পরে জমিতে পড়ে থাকা অংশ বা নাড়া আগুনে পুড়িয়ে ছাই করে মাটিতে মিশিয়ে দিলে জমি উর্বর হয়, এমন একটি লোককথা প্রচলিত আছে কৃষকদের মধ্যে। তাই ফসল তুলে নেওয়ার পর নাড়া পোড়ানো একটা পরিচিত ঘটনা।কিন্তু কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধারণা পুরোপুরি ভ্রান্ত। এমনটা করলে জমি উর্বর হওয়ার বদলে আরও ক্ষতি হবে। মাটিতে থাকা উপকারী জীবাণু, পোকামাকড় মরে গিয়ে নষ্ট হবে জমির উর্বরা শক্তি। সঙ্গে ঘটবে পরিবেশ দূষণ। তাই তাঁরা কৃষকদের নাড়া পোড়াতে নিষেধ করে দিয়েছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এমনিতেই জমিতে হারভেস্টার বা ট্রাক্টরের মতন ভারী যন্ত্র চালালে জমির নীচে একটা একটি শক্ত অংশ তৈরি হয়। যা বৃষ্টির জল ভূগর্ভে প্রবেশে বাধা দেয়। তাতে এমনিতেই মাটির ক্ষতি হচ্ছে। এখন নাড়া পোড়ালে বা ফসল অবশিষ্টাংশ চাষের জমির উপর দহন করলে সেই বিপদ আরও বাড়বে। তাই কৃষকদের অবিলম্বে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 9:46 PM IST