Accident: টয়ট্রেনের ধাক্কায় জখম তরুণী! পাহাড়ে চাঞ্চল্যকর ঘটনা
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Accident: টয়ট্রেনের ধাক্কায় জখম এক তরুণী! দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়াং স্টেশনের কাছে। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। টয়ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই তরুণী। ট্রেনটি দার্জিলিং থেকে শিলিগুড়ি নামছিল।
কার্শিয়াং: টয়ট্রেনের ধাক্কায় জখম এক তরুণী! দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়াং স্টেশনের কাছে। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। টয়ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই তরুণী। ট্রেনটি দার্জিলিং থেকে শিলিগুড়ি নামছিল। আহত তরুণীকে প্রথমে কার্শিয়াং মহকুমা হাসপাতাল ও পরে শিলিগুড়িতে রেফার করা হয়। হাতে ও পায়ে চোট লেগেছে। তরুণী মকাইবাড়ির বাসিন্দা। কাজের জন্যে কার্শিয়াং শহরে এসেছিলেন সোমবার।
আরও পড়ুনঃ সন্তান পাটকাঠির মতো রোগা? বাচ্চার ওজন হবে ’পারফেক্ট’! সন্তানের পাতে দিন এই ৫ খাবার! টেক্কা দেবে ক্লাসের সবাইকে!
প্রসঙ্গত, গত বছর কার্শিয়াং রেল স্টেশনের কাছে টয়ট্রেনে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়ই বছর আঠারোর এক যুবক ট্রেনের নীচে চাপা পড়ে যায়। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুনঃ গরমে এই ৩টি রস অমৃতের চেয়ে কম নয়! প্রচণ্ড রোদ-তাপ থেকে তাৎক্ষণিক মিলবে স্বস্তি! স্কুল-কলেজ-অফিসে নিয়ে যান রোজ
দার্জিলিংয়ের টয়ট্রেন হেরিটেজ শিরোপা নিয়ে নিজের ইতিহাসকে গৌরবের সঙ্গে ধরে রেখেছে। শুধু পাহাড়ের নয়, গোটা উত্তরবঙ্গের পর্যটন, আর্থ-সামাজিক ক্ষেত্রে এই টয়ট্রেনের প্রভাব রয়েছে। টয়ট্রেনের টানেই প্রতি বছর দেশ বিদেশের অগণিত পর্যটক ছুটে আসেন। গড়ে প্রতি বছর ন্যূনতম পাঁচ লক্ষ পর্যটক এই টয়ট্রেনে ভ্রমণ করেন। আর টয়ট্রেনের কারণেই পাহাড়ে পর্যটনে প্রসার ঘটেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2025 7:21 PM IST










