corona virus btn
corona virus btn
Loading

মর্মান্তিক! স্কুটারে সজোরে ধাক্কা বালি বোঝাই ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত ২

মর্মান্তিক! স্কুটারে সজোরে ধাক্কা বালি বোঝাই ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত ২
Reprersentative Image

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে বালি বোঝাই ডাম্পার গুলি দ্রুত গতিতে ছুটছে জাতীয় সড়ক দিয়ে৷ যার ফলে ক্রমাগত দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গিয়েছে।

  • Share this:

#ধুপগুড়ি: বালি বোঝাই ডাম্পারের সাথে স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২৷ ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি আংরাভাসা এলাকায়। প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। ভাঙচুর করা হয় একটি গাড়িতেও। যদিও ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনসময় বদলের সঙ্গে বদলেছে প্রজন্মের চাহিদা, তবে কফি হাউস বদলেছে কি?

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে বালি বোঝাই ডাম্পার গুলি দ্রুত গতিতে ছুটছে জাতীয় সড়ক দিয়ে৷ যার ফলে ক্রমাগত দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গিয়েছে। ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ মোতায়ন করা হয়।

First published: August 5, 2019, 8:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर