সময় বদলের সঙ্গে বদলেছে প্রজন্মের চাহিদা, তবে কফি হাউস বদলেছে কি?
Last Updated:
কখনও ইতিহাস। কখনও ঐতিহ্য। কারও মনখারাপের সঙ্গী। কারও মন ভাল করে দেওয়ার কারণ। বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিটের এই বাড়ি। যা এখন কলেজ স্ট্রিটের ল্যান্ডমার্ক। কলকাতার অবিচ্ছেদ্য অঙ্গ। ১৮৭৬ সালে তৈরি অ্যালবার্ট হল৷ ১৯৪২ সালে শুরু কফি জয়েন্ট৷ ১৯৪৭ সালে নাম হয় কফি হাউস৷
#কলকাতা: সময় বদলেছে। বদলেছে যুগের ধরন, প্রজন্মের চাহিদা। কফি হাউস বদলেছে কি? কেমন আছে কফি হাউসের সেই আড্ডা?কলেজ শেষে একছুটে ট্রামলাইন পেরিয়ে পৌঁছে যাওয়া। রোদ, ঝড়, বৃষ্টি - যেখানেই যে থাকুক, এখানে এসে জোটা মাস্ট। ক্লাস কাটার প্রথম পাঠ এরকমই কোনও এক টেবিলে। কখনও ইতিহাস। কখনও ঐতিহ্য। কারও মনখারাপের সঙ্গী। কারও মন ভাল করে দেওয়ার কারণ। বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিটের এই বাড়ি। যা এখন কলেজ স্ট্রিটের ল্যান্ডমার্ক। কলকাতার অবিচ্ছেদ্য অঙ্গ। ১৮৭৬ সালে তৈরি অ্যালবার্ট হল৷ ১৯৪২ সালে শুরু কফি জয়েন্ট৷ ১৯৪৭ সালে নাম হয় কফি হাউস৷
ব্রিটিশরাজ, থিয়েটার, বিপ্লব। সময় বদলে যা হয়ে গেল - কলকাতা, কফি হাউস আর আড্ডা। ১৪৩ বছরের ইতিহাসের পরতে পরতে বিস্ময়। প্রতি পাতায় নস্ট্যালজিয়া। আর পুরোনকে নতুন করে জানার আগ্রহ। বছরের পর বছর। প্রজন্মের পর প্রজন্ম। কফি হাউসে এসেছে, গেছে। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগের বদলে এখন হাতে হাতে সেলফোন আর কানে ইয়ারপিস। প্রিয় জায়গার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়েছে ষাটোর্ধ্ব অভিজ্ঞ চোখ।
advertisement
advertisement
নিখিলেশ, মইদুল, ডিসুজা, সুজাতা, রমা রায়, অমলরা নেই। কফি হাউসকে আজ আপন করে নিয়েছে দেবাঞ্জন, দিশা, সুদীপ্তরা। বা বলা ভাল, কফি হাউস ফিরিয়ে দেয়নি তাদের।কাঁটাচামচে কবিরাজি, কাটলেট। পেয়ালায় ধোঁয়া ওঠা কফি। হাতে সিগারেট। কত স্বপ্নের রোদ ওঠা। কত স্বপ্ন মেঘের আড়ালে চলে যাওয়া। আর তার মাঝেই গড়ে ওঠা কিছু না ভুলতে পারা সম্পর্ক। ঘড়ির কাঁটার বিশ্রাম নেই। ক্লান্তি নেই ক্যালেন্ডারেরও। এগিয়ে চলেছে সময়। আর কফি হাউসে বেতের চেয়ার বদলে এসেছে প্লাস্টিক । জায়গায় জায়গায় ফিকে হয়ে গেছে দেওয়ালে বিপ্লবের আঁচড় । সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল সেন, শক্তি চট্টোপাধ্যায়দের সৃষ্টির আঁতুরঘরে আজকের বুদ্ধিজীবিদের সেভাবে দেখা মেলে কই?
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2019 5:11 PM IST