Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পরদিনই ছুটলেন দলের জেলা সভাপতি! কী কাণ্ড ধূপগুড়িতে?

Last Updated:

Abhishek Banerjee: বুথে পৌঁছাতে ধূপগুড়ির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পরদিনই ছুটলেন দলের  জেলা সভাপতি।

বুথস্তরে জেলা সভাপতি
বুথস্তরে জেলা সভাপতি
#কোচবিহার: ২১ শে জুলাই ধর্মতলায় দিতে হবে জেলা সভাপতিকে রিপোর্ট। বুথ মিটিং করার হিসেব। ধুপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় নির্দেশের পর বুথে মিটিং করতে ছুটলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়। আজ কোচবিহার জেলার হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বক্সিগঞ্জের ১৫০ নম্বর বুথে গিয়ে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন জেলা সভাপতি৷ এছাড়াও  শীতলকুচি বিধানসভার বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি ৫/৬৫ নম্বর বুথে সভা করেন। কথা বলেন  সাধারণ মানুষের সঙ্গে৷ গ্রামের মানুষ  রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেব্যাপারে খোঁজ নেন জেলা সভাপতি৷
উল্লেখ্য, ধূপগুড়ির সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তরবঙ্গের জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন একুশে জুলাই এর সভায় গেলে সেখানে তিনি রিপোর্ট নেবেন কোন জেলা সভাপতি ও বুথ সভাপতি বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। এমনকি বুথে কয়টি মিটিং হয়েছে তার ছবি ও তথ্য চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এই নির্দেশে পরদিনই বুথে মিটিং করতে পৌঁছেছেন কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম  রায়। পার্থপ্রতিম রায় জানান তিনি একাধিক সভা করেছেন বুথ স্তরে৷ তবে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর পরে আজ ফের জেলার প্রত্যন্ত এলাকার বুথে গিয়ে সভা করেছেন।
advertisement
advertisement
সাধারণ মানুষ কী কী সরকারি সুবিধা পেয়েছেন তা নিয়েও আলোচনা করেছেন জেলা সভাপতি। জানা গেছে এই সভার ছবি ও তথ্য কলকাতায় রাজ্য পার্টির কাছে পাঠানো হবে৷ মূলত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইছে বড় সভা বা মিটিং এর চেয়ে বেশি মানুষের দরজায় পৌঁছাতে। তাই বুথস্তরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মন বুঝতে হবে। সামনেই পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন ।
advertisement
বিধানসভ নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল উত্তরবঙ্গে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই আগে থেকেই বুথ স্তরে আরও বেশি সাংগঠনিক কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। মানুষ বিজেপির সঙ্গে আছে৷
advertisement
প্রবীর কুন্ডু
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পরদিনই ছুটলেন দলের জেলা সভাপতি! কী কাণ্ড ধূপগুড়িতে?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement