#কোচবিহার: ২১ শে জুলাই ধর্মতলায় দিতে হবে জেলা সভাপতিকে রিপোর্ট। বুথ মিটিং করার হিসেব। ধুপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় নির্দেশের পর বুথে মিটিং করতে ছুটলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়। আজ কোচবিহার জেলার হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বক্সিগঞ্জের ১৫০ নম্বর বুথে গিয়ে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন জেলা সভাপতি৷ এছাড়াও শীতলকুচি বিধানসভার বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি ৫/৬৫ নম্বর বুথে সভা করেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে৷ গ্রামের মানুষ রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেব্যাপারে খোঁজ নেন জেলা সভাপতি৷
উল্লেখ্য, ধূপগুড়ির সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তরবঙ্গের জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন একুশে জুলাই এর সভায় গেলে সেখানে তিনি রিপোর্ট নেবেন কোন জেলা সভাপতি ও বুথ সভাপতি বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। এমনকি বুথে কয়টি মিটিং হয়েছে তার ছবি ও তথ্য চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এই নির্দেশে পরদিনই বুথে মিটিং করতে পৌঁছেছেন কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় জানান তিনি একাধিক সভা করেছেন বুথ স্তরে৷ তবে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর পরে আজ ফের জেলার প্রত্যন্ত এলাকার বুথে গিয়ে সভা করেছেন।
সাধারণ মানুষ কী কী সরকারি সুবিধা পেয়েছেন তা নিয়েও আলোচনা করেছেন জেলা সভাপতি। জানা গেছে এই সভার ছবি ও তথ্য কলকাতায় রাজ্য পার্টির কাছে পাঠানো হবে৷ মূলত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইছে বড় সভা বা মিটিং এর চেয়ে বেশি মানুষের দরজায় পৌঁছাতে। তাই বুথস্তরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মন বুঝতে হবে। সামনেই পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন ।
আরও পড়ুন: নতুন পরিকল্পনা তৃণমূলের, গ্রামে-গ্রামে যাচ্ছেন নেতারা! লক্ষ্য কিন্তু স্পষ্ট
বিধানসভ নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল উত্তরবঙ্গে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই আগে থেকেই বুথ স্তরে আরও বেশি সাংগঠনিক কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। মানুষ বিজেপির সঙ্গে আছে৷
প্রবীর কুন্ডু
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, TMC