Panchayat Election 2023: শুরু পঞ্চায়েতের রণকৌশল! শুভেন্দু-অভিষেকের সভার পর থেকেই গরম উত্তরের হাওয়া
- Published by:Rachana Majumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
উত্তরবঙ্গে বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসানোই এখন অন্যতম চ্যালেঞ্জ শাসক দলের। অন্যদিকে ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া পদ্ম ব্রিগেড।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শুক্রবার শুভেন্দু। শনিতে অভিষেক। উইকেন্ডে উত্তরবঙ্গে দুই হেভিওয়েটের রাজনৈতিক কর্মসূচির পর থেকেই উত্তরের হাওয়া গরম। পদ্মের শক্ত জমি আলিপুরদুয়ার। সেখানেই বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। শুক্রবার সেই আলিপুরদুয়ারে সভা করেন শুভেন্দু অধিকারী। পরের দিনই পাশের জেলা কোচবিহারে সভা করে বিজেপিকে উত্তর থেকে কার্যত উৎখাত করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল নাম লিখিয়েছেন তৃণমূলে। শুক্রবার এই সুমন কাঞ্জিলালের বাড়ির কাছেই সভা করেন শুভেন্দু অধিকারী। ভাঙনের আলিপুরদুয়ারই শুধু নয়, শাসকের নজর গোটা উত্তরবঙ্গ। বিজেপিকে নিশানা করে সে কথা শনিবার মাথাভাঙ্গার সভামঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়েও দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। শুভেন্দু অধিকারীর দাবি, 'যত তৃণমূল কেনাবেচা করবে তত বিজেপি বাড়বে। দম থাকলে ওরা বলুক না, বিজেপি জনপ্রতিনিধরা তৃণমূলে যোগ দিয়েছেন। দম থাকলে শুভেন্দু অধিকারীর মতো মন্ত্রিসভা, বিধানসভা, পার্টির সদস্য পদ ছেড়ে অন্য দলে যাক। এসব লোক আমাদের আদর্শের নয়'। শুক্রবার আলিপুরদুয়ারে ছিল শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচি। ঠিক তার পরের দিন শনিবার পাশের জেলায় সভা করেন অভিষেক। বাংলা ভাগের চক্রান্ত সহ নানা ইস্যুতে পদ্ম শিবিরকে তোপ দাগেন তিনি। উত্তরবঙ্গে বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসানোই এখন অন্যতম চ্যালেঞ্জ শাসক দলের।
advertisement
আরও পড়ুন: ভোটের আঁচে তাতছে ত্রিপুরা, সোমবার ফের আগরতলায় মোদি, সভা অভিষেকেরও
অন্যদিকে ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া পদ্ম ব্রিগেড। যুযুধান দুই রাজনৈতিক দলের অন্যতম দুই সেনাপতি অভিষেক- শুভেন্দু দুজনেই সভা থেকে বললেন তাঁরা নিয়মিত আসবেন উত্তরে। দুই নেতা কর্মসূচি সেরে ফিরতেই পঞ্চায়েত ভোটের রণকৌশল শুরু করে দিয়েছে দুই ফুল শিবির। সব মিলিয়ে শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে উত্তরের মানুষের সমর্থন কার দিকে থাকে তার উত্তর দেবে সময়ই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 5:45 PM IST