ত্রিপুরা: সামনের সপ্তাহের বৃহস্পতিবার ভোট। আগামিকাল, অর্থাৎ ভোট প্রচারের কার্যত শেষ অধ্যায় শুরু। কিন্তু, প্রচারের এই শেষ লপ্তেও কোনও খুঁত রাখতে চাইছে না পদ্মশিবির। গত শনিবারই ত্রিপুরায় পরপর ২টি সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাঝে বাদ মাত্র একদিন। সূত্রের খবর, সোমবারই ফের ত্রিপুরায় ভোটপ্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। এবার আগরতলার আস্তাবল ময়দানে সভা করার কথা তাঁর।
গতকাল, অর্থাৎ, শনিবার ত্রিপুরার আমবাসা ও উদয়পুরে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারের মঞ্চ থেকে সে রাজ্যের বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন: ত্রিপুরেশ্বরী 'রাজনীতি' অব্যাহত ভোটমুখী ত্রিপুরায়, এবার পুজো দিলেন শাহ
কেরলে দুই দল 'কুস্তি' করলেও ত্রিপুরায় 'দোস্তি' করছে বলে বাম-কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। ত্রিপুরাবাসীকে সাবধান করে তিনি বলেন, "জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া।" সে রাজ্যের পঁচিশ বছরের বাম শাসনকে 'চাঁদার জমানা' বলেও কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। তবে এদিন তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি।
আরও পডুন: বাম-কংগ্রেস জোট ক্ষমতায় আসলে কে হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী?
যদিও ত্রিপুরায় বাম-কংগ্রেস তো বটেই বিজেপি-কেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। কদিন আগেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। পর পর সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের দিনই ত্রিপুরায় সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।
এদিন বিকেল ৩টে নাগাদ বক্সনগরে সভা করার কথা তাঁর। আগামিকালের সভা থেকেই কার্যত ত্রিপুরার ভোট প্রচার শেষ করবেন তিনি। গত পরশু কদমতলা-কুর্তি ও কমলপুর আসনে সভা করেছিলেন অভিষেক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhisekh Banerjee, Narendra Modi, Tripura Assembly Election, Tripura Assembly Election 2023