কলকাতা: ইটাহারের জনসংযোগ কর্মসূচী নিয়ে আপ্লুত অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এই কর্মসূচির স্পেশ্যাল দিন বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ইটাহারে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, গলা খারাপের জন্য সভা স্থগিত হয়ে যায় অভিষেকের৷
যদিও এই সভায় যে বিপুল সংখ্যক কর্মী জমায়েত হয়েছিল, তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন অভিষেক৷ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে গিয়ে তাঁর গাড়ি থমকায় ইটাহার মোড়ে৷ তখন তাঁর কনভয় ঘিরে কয়েক হাজার কর্মী। সেখানেই অভিষেক তার নিজের গাড়ির ছাদে উঠে পড়েন৷ জনসংযোগ যাত্রায় গাড়ির ছাদ থেকে বসে কথা বলা শুরু করেন৷
আর পড়ুন: অনুব্রত তিহাড়ে, কলকাতায় হঠাৎ এমন একজন এল CBI-এর কাছে, ফাঁস হবে বিরাট তথ্য?
যদিও ভিড়ের চাপে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক৷ কর্মীদের দাবি, অভিষেক বন্দোপাধ্যায়কে কিছু বলতে হবে। আর তখনই কার্যত বলিউডি সিনেমার ঢঙে ক্যারাভ্যানের ছাদে ওঠেন অভিষেক। কথা বলেন কর্মীদের সঙ্গে।
আর পড়ুন: তৃণমূল সাংসদের বিরাট দুর্নীতি? মামলা বিজেপি নেতার, আদালত দিল বড় নির্দেশ!
সেখানেই টার্গেট বেঁধে দেন রায়গঞ্জ লোকসভা আসন নিয়ে। এদিন সভা না হয়েও, জাতীয় সড়কে অভিষেকের বক্তব্য শুনতে যে ভিড় হয়েছিল, তাকে স্পেশ্যাল বলছেন অভিষেক নিজেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, North Bengal