Travel: উত্তরবঙ্গের বুকে বন্য প্রকৃতির নতুন দিগন্ত! পুজোর আগে চমক বেঙ্গল সাফারিতে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Travel: উত্তরবঙ্গ মানেই বন-জঙ্গল আর পাহাড়ি সৌন্দর্যে মোড়া এক বৈচিত্র্যময় পর্যটন স্বর্গ।
শিলিগুড়ি: উত্তরবঙ্গ মানেই বন-জঙ্গল আর পাহাড়ি সৌন্দর্যে মোড়া এক বৈচিত্র্যময় পর্যটন স্বর্গ। আর বন-জঙ্গল বলতেই ওয়াইল্ডলাইফ ছাড়া কথা হয় না! সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। কয়েক বছরেই এই পার্ক হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। এবার পুজোর আগেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছে উত্তরবঙ্গের এই গর্বের প্রকল্প।
দিন কয়েক আগেই বেঙ্গল সাফারিতে সিংহী তনয়া জন্ম দিয়েছে চারটি শাবকের। নতুন এই সিংহ শাবকগুলো নিয়ে পার্কের বাঘ-সিংহের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পুজোর আগে সিংহ সাফারি চালুর সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, সব ঠিক থাকলে পুজোর আগেই দর্শনার্থীরা সরাসরি সিংহদের জঙ্গলে ঘুরে দেখার সুযোগ পাবেন।
advertisement
advertisement
এছাড়া শুধু সিংহ নয় এই মরশুমে বেঙ্গল সাফারিতে এসেছে একসঙ্গে ১৮টি নতুন অতিথি! একজোড়া হিমালয়ান ব্ল্যাক বেয়ার দম্পতি, দু’টি পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু’জোড়া পেইন্টেড স্টর্ক, একজোড়া স্পুনবিল পাখি, একজোড়া স্ত্রী ঘড়িয়াল আর তিন জোড়া গ্রিন ইগুয়ানা — সব মিলিয়ে একেবারে নতুন বন্যজগতের স্বাদ পেতে চলেছে পর্যটকরা।
এখনই বেঙ্গল সাফারিতে ছিল তিনটি হিমালয়ান ব্ল্যাক বেয়ার ধ্রুব, মোহিনী আর রুবি। দীর্ঘদিন প্রজনন না হওয়ায় রাজ্য বন দফতর আলিপুর চিড়িয়াখানা থেকে চার বছরের মাধাই আর পাঁচ বছরের বিন্দুকে নিয়ে এসেছে নতুন সঙ্গী হিসেবে। ফলে এখন পার্কে মোট পাঁচটি ভাল্লুক। ঘড়িয়ালের সংখ্যাও তিন থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানিয়েছেন, নতুন প্রাণীগুলো সুস্থ আছে, পর্যবেক্ষণের পর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েই দর্শনার্থীদের সামনে আনা হবে।
advertisement
আরও পড়ুন: ‘প্যাকেজের পাওয়ার হাউস’ এই কলেজ! এখান থেকে পড়াশোনা করলেই ‘কোটিপতি’ হওয়া যাবে? চাকরির সেরা সুযোগ
পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তারও উন্নতি হচ্ছে। বেঙ্গল সাফারির মূল ফটকের কাছে এবার স্থাপন হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। শিলিগুড়ি পুলিশের কমিশনার সি সুধাকর জানিয়েছেন, ‘‘একজন অফিসার, দু’জন এএসআই আর ৫-৬ জন কনস্টেবল নিয়মিত পাহারায় থাকবেন। পার্কের ভেতর বাইক পেট্রোলিংও থাকবে, যাতে কোনো চুরি-ছিনতাইয়ের ঘটনা না ঘটে।’’
advertisement
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি আজ উত্তরবঙ্গের গর্ব। দূরদূরান্ত থেকে হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে ভিড় জমান। এবার পুজোর আগেই নতুন অতিথিদের হাত ধরে বেঙ্গল সাফারিতে তৈরি হচ্ছে নতুন উন্মাদনা পাহাড়ি ছুটির ফাঁকে একঝলক বন্য প্রকৃতির স্বাদ পেতে আর ভালোই ভিড় জমাবে পর্যটকরা এমনই আশা করছেন শিলিগুড়ি শহর থেকে বন দফতরের আধিকারিকরা।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 5:57 PM IST
