Government Job: মাত্র ২১ বছর বয়সেই সরকারি চাকরি, বেতন মাসিক ১ লক্ষ টাকা! IIT-নয়, কোথা থেকে, কী নিয়ে পড়াশোনা করে এই সাফল‍্য পেলেন যুবক?

Last Updated:
Government Job: এই কঠিন পরিস্থিতিতেই মাত্র ২১ বছর বয়সে চাকরি পেয়ে তাক লাগিয়েছেন এক যুবক। তাঁর মাইনে মাসে হতে চলেছে ১ লক্ষ টাকা।
1/8
পড়াশোনার শেষে ভাল চাকরি পাওয়াই থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীদের স্বপ্ন। কিন্তু দিন দিন আরও প্রতিযোগীতা বাড়ছে চাকরির ক্ষেত্রে। বিশেষত সরকারি চাকরি পাওয়া একরকম দু:সাধ‍্য হয়ে দাঁড়িয়েছে।
পড়াশোনার শেষে ভাল চাকরি পাওয়াই থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীদের স্বপ্ন। কিন্তু দিন দিন আরও প্রতিযোগীতা বাড়ছে চাকরির ক্ষেত্রে। বিশেষত সরকারি চাকরি পাওয়া একরকম দু:সাধ‍্য হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/8
কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই মাত্র ২১ বছর বয়সে চাকরি পেয়ে তাক লাগিয়েছেন এক যুবক। তাঁর মাইনে মাসে হতে চলেছে ১ লক্ষ টাকা। কৃতি ছাত্র আশীষ রাজ কীভাবে এত কম বয়সে এত দ্রুত কীভাবে পেলেন এই সরকারি চাকরি? কী চাকরি পেয়েছেন তিনি?
কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই মাত্র ২১ বছর বয়সে চাকরি পেয়ে তাক লাগিয়েছেন এক যুবক। তাঁর মাইনে মাসে হতে চলেছে ১ লক্ষ টাকা। কৃতি ছাত্র আশীষ রাজ কীভাবে এত কম বয়সে এত দ্রুত কীভাবে পেলেন এই সরকারি চাকরি? কী চাকরি পেয়েছেন তিনি?
advertisement
3/8
আশীষ রাজ বিহারের মুজফ্ফরপুরে অবস্থিত প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ এমআইটি (মুজফ্ফরপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি)-এর ছাত্র। নিজের দক্ষতাতেই এমন সাফল্য অর্জন করেছেন তিনি।
আশীষ রাজ বিহারের মুজফ্ফরপুরে অবস্থিত প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ এমআইটি (মুজফ্ফরপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি)-এর ছাত্র। নিজের দক্ষতাতেই এমন সাফল্য অর্জন করেছেন তিনি।
advertisement
4/8
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)-এ এক্সিকিউটিভ ট্রেইনি পদে নির্বাচিত হয়েছেন আশীষ। কঠিন পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়ে আশীষ এই সাফল‍্য অর্জন করেছেন।
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)-এ এক্সিকিউটিভ ট্রেইনি পদে নির্বাচিত হয়েছেন আশীষ। কঠিন পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়ে আশীষ এই সাফল‍্য অর্জন করেছেন।
advertisement
5/8
NPCIL-এ নির্বাচনের জন্য আশীষ প্রথমে GATE পরীক্ষা (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং) দিয়েছিলেন। ১০০ নম্বরের এই পরীক্ষায় আশীষ ৭২.৬৭ নম্বর পেয়েছিলেন। এরপর তাকে ইন্টারভিউয়ের জন্য মুম্বাই ডাকা হয়েছিল। এখানে ফাইনাল রেজাল্টে আশীষের নাম নির্বাচিত প্রার্থীদের মধ্যে ছিল।

NPCIL-এ নির্বাচনের জন্য আশীষ প্রথমে GATE পরীক্ষা (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং) দিয়েছিলেন। ১০০ নম্বরের এই পরীক্ষায় আশীষ ৭২.৬৭ নম্বর পেয়েছিলেন। এরপর তাকে ইন্টারভিউয়ের জন্য মুম্বাই ডাকা হয়েছিল। এখানে ফাইনাল রেজাল্টে আশীষের নাম নির্বাচিত প্রার্থীদের মধ্যে ছিল।
advertisement
6/8
নির্বাচনের পর এখন আশীষের এক বছরের ট্রেনিং গুজরাতে হবে, যেখানে তাকে ₹৭৪,০০০ মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের পর তাকে বিজ্ঞানী কর্মকর্তা-সি পদে পে লেভেল-১০-এর অধীনে নিয়োগ করা হবে, যেখানে তাকে প্রায় ₹১ লাখ মাসিক বেতন দেওয়া হবে।
নির্বাচনের পর এখন আশীষের এক বছরের ট্রেনিং গুজরাতে হবে, যেখানে তাকে ₹৭৪,০০০ মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের পর তাকে বিজ্ঞানী কর্মকর্তা-সি পদে পে লেভেল-১০-এর অধীনে নিয়োগ করা হবে, যেখানে তাকে প্রায় ₹১ লাখ মাসিক বেতন দেওয়া হবে।
advertisement
7/8
মাত্র ২১ বছর বয়সেই কঠিন পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সঙ্গে সাফল‍্য লাভ করে চমকে দিয়েছেন আশীষ। একেবারে সাধারণ পরিবারের সন্তান তিনি। বাবা একটি বেসরকারি কোম্পানিতে ক্যাশিয়ার এবং আশীষ তিন ভাই-বোনের মধ্যে একমাত্র ছেলে। পরিবারে এটি প্রথম সরকারি চাকরি, তাই সবাই খুব খুশি।
মাত্র ২১ বছর বয়সেই কঠিন পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সঙ্গে সাফল‍্য লাভ করে চমকে দিয়েছেন আশীষ। একেবারে সাধারণ পরিবারের সন্তান তিনি। বাবা একটি বেসরকারি কোম্পানিতে ক্যাশিয়ার এবং আশীষ তিন ভাই-বোনের মধ্যে একমাত্র ছেলে। পরিবারে এটি প্রথম সরকারি চাকরি, তাই সবাই খুব খুশি।
advertisement
8/8
নিজের সাফল‍্যের কৃতিত্ব পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছেন আশীষ। তিনি বলেন, ‘‘আমার সাফল্যের আসল কৃতিত্ব আমার শিক্ষকদের, কলেজ এবং পরিবারকে যায়। এমআইটির পড়াশোনার পরিবেশ এবং শিক্ষকদের নির্দেশনা আমার জন্য খুব সহায়ক ছিল।’’
নিজের সাফল‍্যের কৃতিত্ব পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছেন আশীষ। তিনি বলেন, ‘‘আমার সাফল্যের আসল কৃতিত্ব আমার শিক্ষকদের, কলেজ এবং পরিবারকে যায়। এম.আই.টির পড়াশোনার পরিবেশ এবং শিক্ষকদের নির্দেশনা আমার জন্য খুব সহায়ক ছিল।’’
advertisement
advertisement
advertisement