গভীর রাতে তাণ্ডব শুরু, চোখের নিমেষে তছনছ হয়ে গেল সব! এলাকাজুড়ে শুধু হাহাকার

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের কথায়, রাতভর চলা মুষলধারে বৃষ্টির মধ্যেই আচমকা গ্রামে ঢুকে পড়ে হাতির দল

ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব
ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ ডুয়ার্সে ফের গজরাজের তাণ্ডব, ক্ষতির মুখে চাষিরা। একেই টানা বর্ষণে বিপর্যস্ত ডুয়ার্স। এর মাঝে ফের লোকালয়ে হাতির তাণ্ডব। এদিন গভীর রাতে বানারহাট ব্লকের মোগলকাটা উত্তর শালবাড়ি এলাকায় নেমে আসে প্রায় চল্লিশটিরও বেশি হাতি। মুহূর্তে তছনছ হয়ে যায় গ্রামাঞ্চল। ভেঙে দেওয়া হয় কলাবাগান, সুপারি বাগান থেকে শুরু করে একাধিক ফসলি জমি। ক্ষতির হাত থেকে রেহাই পায়নি ঘরবাড়িও।
স্থানীয় বাসিন্দাদের কথায়, রাতভর চলা মুষলধারে বৃষ্টির মধ্যেই আচমকা গ্রামে ঢুকে পড়ে হাতির দল। এক কৃষক ভাঙা গলায় জানালেন, ‘আমার কলাবাগান, সুপারি বাগান সব শেষ করে দিয়েছে। এগুলির উপরই সংসার চলত। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না’।
আরও পড়ুনঃ পুজোর আগে রাস্তা মেরামত, বসানো হবে…! পুরসভার উদ্যোগে ঝলমল করবে আলিপুরদুয়ার
গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরকে খবর দেওয়া হলেও রাতের অন্ধকারে কেউ ঘটনাস্থলে পৌঁছয়নি। ফলে ক্ষতির মাত্রা আরও বেড়ে গিয়েছে। বাসিন্দাদের ক্ষোভ, বছরের পর বছর ধরে একই ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান নেই। তবে বন দফতর সূত্রে জানানো হয়েছে, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা নিয়ম মেনে লিখিতভাবে জানালে ক্ষতিপূরণ পাবেন। কিন্তু ক্ষতিগ্রস্তদের বক্তব্য, ক্ষতিপূরণ পেলেও ক্ষতির সঙ্গে তাঁর মিল থাকে না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাজুড়ে এখন শুধু হাহাকার। কৃষকের চোখে জল, ঘরহারা পরিবারের দুঃখ- সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বর্ষাকালে এভাবে বারবার লোকালয়ে হাতির দল নেমে আসায় সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাচ্ছে। গ্রামবাসীরা বলছেন, ‘প্রাণে বেঁচে গিয়েছি, এটাই ভাগ্য। তবে প্রতিবার এমন হলে তো টিকেই থাকতে পারব না’।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গভীর রাতে তাণ্ডব শুরু, চোখের নিমেষে তছনছ হয়ে গেল সব! এলাকাজুড়ে শুধু হাহাকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement