কুকুরের কামড়ে মারা গিয়েছিল ছাগল, সেই ছাগলের মাংসে বিষ মেশাতে মৃত ১৩টি কুকুর!
- Published by:Tias Banerjee
Last Updated:
গ্রামবাসীদের দাবি, একসময় এই ভুটুই গ্রামে চিতাবাঘের হামলা থেকে বাসিন্দাদের প্রাণ বাঁচিয়েছিল। শুধু কুকুর নয়, আশপাশে বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে আসা ময়ূরদেরও বিষক্রিয়ার শিকার হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।
শান্তনু কর, জলপাইগুড়ি: মোহিতনগর এলাকায় চাঞ্চল্যকর কুকুর হত্যার ঘটনায় কাঠগড়ায় চা শ্রমিক দুলাল দাস। অভিযোগ, কয়েক দিন আগে তার একটি ছাগল এলাকার একটি কুকুরের কামড়ে মারা যায়। এর বদলা নিতে মৃত ছাগলের দেহে কীটনাশক মিশিয়ে দেন দুলাল। সেই মাংস খেয়ে মারা গেছে অন্তত ১৩টি কুকুর, যার মধ্যে রয়েছে এলাকার সবচেয়ে বিশ্বস্ত ও শিকারি কুকুর ভুটুও।
গ্রামবাসীদের দাবি, একসময় এই ভুটুই গ্রামে চিতাবাঘের হামলা থেকে বাসিন্দাদের প্রাণ বাঁচিয়েছিল। শুধু কুকুর নয়, আশপাশে বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে আসা ময়ূরদেরও বিষক্রিয়ার শিকার হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।
advertisement
advertisement
অসুস্থ কুকুরদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন পশুপ্রেমীরা। মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ দায়ের হতেই ফেরার হয়েছে দুলাল দাস। পুলিশ জানিয়েছে, তার খোঁজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 9:23 AM IST