Malda: তোলা না দেওয়ায় ব্যবসায়ীর সঙ্গে এ কী কাণ্ড! আতঙ্কে বাড়ি ছাড়ল পরিবার
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Maldah: মালদহের কালিয়াচকে ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে রেখে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রাণভয়ে ঘরছাড়া পরিবার।
মালদহ: বলিউডের হাফতা ওয়াসুলি সিনেমার কায়দায় টাকা তোলা আদায় মালদহে! একাধিক অপরাধমূলক কাণ্ডে জেল হেফাজতে থাকার পর বেরিয়ে এসে আবারও শুরু তোলাবাজি!
মালদহের কালিয়াচকে ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে রেখে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রাণভয়ে ঘরছাড়া ব্যবসায়ী-সহ গোটা পরিবার। স্থানীয় কালিয়াচক থানার পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে মালদা জেলা পুলিশ সুপারে দ্বারস্থ হলেন ব্যবসায়ী-সহ পরিবার। পুলিশ সুপারকে জানানোর পরও পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার।
advertisement
মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালি পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তাঁর অভিযোগ, গত ২০২২ সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খান তাঁকে অপহরণ করে। পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুন- ঢুকে পড়েছে বর্ষা! উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল বিক্ষিপ্ত বৃষ্টি গোটা বুধ-শুক্র!
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে। কিন্তু কয়েক মাস আগে জেল হেফাজত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে জহুরুল খান। আক্রান্ত ব্যবসায়ী আরও জানান, থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অংকের টাকা দাবি করা হয় তাঁর কাছে।
advertisement
গত শনিবার বাড়ি ফেরার পথে তাঁকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে রেখে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেখানে কোনও মতে প্রাণে বেঁচে ফেরেন ওই ব্যবসায়ী। এর পর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী-সহ গোটা পরিবার। বুধবার ওই ব্যবসায়িক তার পরিবারকে নিয়ে দ্বারস্থ হন মালদা জেলা পুলিশ সুপার দফতরে।
advertisement
এদিকে এই ঘটনার প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব দুষ্কৃতিদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানানো হবে
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 8:37 PM IST