Python: কচুরিপানা সরাতেই বেরিয়ে এল ১২ ফুটের বিশালাকার অজগর, গলায় পেঁচিয়ে দেদার সেলফি যুবকদের, তারপর যা হল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Python: বন্যার জলে ভেসে এসে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ল প্রায় ১২ ফুট লম্বা অজগর। সেই অজগর সাপ ঘাড়ে নিয়ে সেলফি তোলা উল্লাস গ্রামবাসীর। ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের মধ্য ডাঙ্গাপাড়া এলাকায়।
রকি চৌধূরী, বানারহাট: বন্যার জলে ভেসে এসে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ল প্রায় ১২ ফুট লম্বা অজগর। সেই অজগর সাপ ঘাড়ে নিয়ে সেলফি তোলা উল্লাস গ্রামবাসীর। ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের মধ্য ডাঙ্গাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এলাকায় একটি পুকুরে কয়েকজন যুবক মাছ ধরার উদ্দেশ্যে জল কমাচ্ছিলেন। জল কমে গেলে কচুরিপানা তুলতে গিয়ে হঠাৎই তারা কচুরিপানার নিচে দেখতে পান বিশাল এক অজগর সাপ। সাপটিকে দেখে আতঙ্কে ছুটে পালান যুবকেরা।
আরও পড়ুন-কাঁপিয়ে আসছে…! রক্ষে নেই বাংলার, ঘণ্টাখানেকেই তুমুল ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বড় আপডেট
এরপর এলাকার কয়েকজন সাহসী যুবক মিলিতভাবে সাপটিকে পুকুর থেকে উদ্ধার করে ডাঙায় তুলে আনেন। খবর পেয়ে বন দফতরে যোগাযোগ করা হলেও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেন। অবশেষে স্থানীয় যুবকেরাই সেই অজগরটিকে মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিট অফিসে নিয়ে যান।
advertisement
advertisement
আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন
বন্যপ্রাণী আইনে সিডিউল ১ অন্তর্ভুক্ত এই অজগর সাপ উদ্ধারের পর সাধারণ মানুষ সাপটিকে গলায় পেঁচিয়ে উল্লাস করে সেলফি তোলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 3:07 PM IST