৪ কোটি টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের কালিয়াচক থানার
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
মাদক উদ্ধারে বড় সাফল্য কালিয়াচক থানার পুলিশের। প্রায় চার কোটি টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারি গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় চার কেজি ২০০ গ্রাম ব্রাউন সুগার।
মালদহ: মাদক উদ্ধারে বড়সড় সাফল্য মালদহের কালিয়াচক থানার। প্রায় চার কোটি টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারি গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চার কেজি ২০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পাচারকারী ব্রাউন সুগারগুলি বাড়িতে লুকিয়ে রেখেছিল। ঘরে কাঠের বাক্সের ভিতরে মজুত ছিল এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় মোজমপুরের পিরোজপুর গ্রামে। তল্লাশি চালিয়ে বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ওই মাদক দ্রব্য। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম নাজিম আক্তার। বয়স ২২ বছর। বাড়ি কালিয়াচক থানার মোজামপুর, পিরোজপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার নাজিম আক্তারের শ্বশুর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তার শ্বশুর মাদক মামলায় বালুরঘাট জেলে রয়েছে।
advertisement
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে এত বিপুল পরিমাণ মাদক বিক্রির জন্য বাড়িতে মজুত করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার মাদকের চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় ৪.২ কোটি টাকা। বুধবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করেছ কালিয়াচক থানার পুলিশ। দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে। ধৃতকে জিঞ্জাসাদ চালিয়ে মাদক পাচার চক্রের আরও তথ্য জানার চেষ্টা চালাবে পুলিশ।
advertisement
Harashit Singha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 12:39 AM IST